দেবজিৎ মুখার্জি: রুহুল কবীর রিজভির পর এবার আরও এক বিএনপি নেতার মুখে শোনা গেল উস্কানিমূলক মন্তব্য। বিস্ফোরক উপদেশ দেন তিনি পড়ুয়াদের। তিনি দাবি করলেন যে সামরিক প্রশিক্ষণ দিতে হবে বাংলাদেশের প্রতিটি নাগরিককে। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে পড়ুয়াদের হাতে রাইফেল তুলে নিতে হবে। এটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় গোটা বাংলাদেশ ও তার রাজনৈতিক মহলে।
বৃহস্পতিবার ঢাকায় এক সভায় যোগ দেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। সবাই উপস্থিত সকলের সামনে তিনি একাধিক বার্তা রাখেন এবং বক্তব্য পেশ করেন। তারই মধ্যে তিনি করে বসেন বিস্ফোরক মন্তব্য। তিনি বলেন, “আমাদের দেশের প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। পড়ুয়ারা নিজেদের হাতে রাইফেল তুলুক। ওদের সেটা চালানো শিখতে হবে। এমনভাবে সামরিক আদবকায়দায় সকলকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে যাতে শুধু ভারত নয়, কোন দেশই বাংলাদেশকে পায়ের নিচে না রাখতে পারে।”
প্রসঙ্গত, নির্বাচন নিয়ে গৃহযুদ্ধ বেধে গেছে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের কাছে ফের দ্রুত নির্বাচনের দাবি জানানো হয়েছে বিএনপির তরফ থেকে। দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, “কালক্ষেপ করা যাবেনা নির্বাচন নিয়ে। যতটুকু সংস্কার প্রয়োজন তার বেশি কিছু করার দরকার নেই এর জন্য। ৩১ দফা ঘোষণাপত্রে সংস্কারের বিষয়ে আমরা সবিস্তারে বলেছি দুই বছর আগে। নির্বাচনে জিতে ক্ষমতায় এসে আমরাই সেগুলি করবো। নির্বাচনটুকু করাই তাদের কাজ।”