দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ‘সাসপেন্ডেড’ পড়ুয়াদের কলেজে প্রবেশের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ ১১জন সাসপেন্ডেড চিকিৎসক পড়ুয়াকে শর্তসাপেক্ষ অনুমতি দেয়। আদালতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে তাঁরা কলেজে কোনরকমের অশান্তি করতে পারবেন না এবং এই মর্মে মুচলেকা দিতে হবে। তবে এটাও স্পষ্ট করে দেওয়া হয় যে মুচলেকা না দিলে তাঁরা ক্লাস করার অনুমতি পাবেন না।