অর্থনৈতিক ও সামাজিক স্বাবলম্বনের ডাক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কালিয়াচক কলেজে
মালদা: জেলার অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কালিয়াচক কলেজে অনুষ্ঠিত এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে যোগদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী, তথা লেখিকা মীরাতুন নাহার। কলেজের উইমেন্স সেল আয়োজিত এই আন্তর্জালিক সভায় পৌরহিত্য করেন কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান। বক্তব্য রাখেন ইকোনমিক্স ডিপার্টমেন্টের ডঃ সুব্রত দাস। আয়োজন এবং পরিচালনার ক্ষেত্রে যুক্ত ছিলেন পলিটিক্যাল সাইন্স ডিপার্টমেন্ট এর অধ্যাপিকা বিজয়া মিশ্র একই বিভাগের অধ্যাপক গজেন কুমার বারুই এবং সহযোগিতায় ছিলেন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ডঃ মনিরুল ইসলাম এবং আরবি বিভাগের মুন্সিফ আলী রিজভী।
অধ্যক্ষ, ডক্টর নাজিবর রহমান স্বাগত ভাষণে গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে কেবলমাত্র কাগজে-কলমে বা আইন প্রণয়নের মাধ্যমে নারী দিবসের যথার্থতা সমাজের বুকে প্রতিষ্ঠিত করা সম্যক ভাবে সম্ভব নয়, নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে চায় নারী পুরুষ উভয়ের সামাজিক সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে মানসিকতার সংশোধন। নারীদের বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক স্বাবলম্বনের প্রতি জোর দেন সুব্রত কুমার দাস।
অপরদিকে মীরাতুন্নাহার তার চির পরিচিত বিনীত বক্তব্যে নারী পুরুষের দৈহিক পার্থক্য কে স্বাভাবিক হিসেবে মেনে নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের দাবি তোলেন। যৌন হয়রানি, কর্মক্ষেত্রে অর্থনৈতিক বৈষম্য পারিবারিক ক্ষেত্রে মেয়ে-ছেলে তথা স্বামী স্ত্রীর মধ্যে সাম্য দরকার বলে মত প্রকাশ করেন। সাথে সাথে মেয়েদের যে কোন হয়রানির সময়ে যথার্থভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।