নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
আলীগড় মুসলিম ইউনিভার্সিটির সহযোগিতায় কলেজ বিশ্ববিদ্যালএর অধ্যাপকদের শিক্ষণ মূলক কোর্স কালিয়াচক কলেজের উদ্যোগে
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ের উপরে কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক অধ্যাপিকা দের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট এর জন্য শর্ট টারম কোর্স এর আয়োজন করা হয়েছিল আলীগড় মুসলিম ইউনিভার্সিটির ইউজিসি এইচআরডিসি এবং কালিয়াচক কলেজের যৌথ পরিচালনায়। পশ্চিমবাংলার একটি অনন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এই কালিয়াচক কলেজ, প্রায়ই প্রতিবছর, বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা দের প্রশিক্ষণমূলক উচ্চ পর্যায়ের এই ধরনের কোর্সের আয়োজন করে থাকে। আলীগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবস্থিত ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অনুমোদিত হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার এর পরিচালনায় ভারতবর্ষের উচ্চ শিক্ষার শিক্ষকদের স্কিল ডেভেলপমেন্ট এর ব্যবস্থা গ্রহণ করা হয় তার সঙ্গে পূর্ব ভারতের কালিয়াচক কলেজ সহযোগিতা করেই অত্র অঞ্চলের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের জন্য এই ধরনের প্রয়াস অব্যাহত রেখেছে।
এবারের অনলইন পদ্ধতিতে আয়োজিত সপ্তাহব্যাপী এই কোর্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের প্রায় চল্লিশ জন অধ্যাপক অধ্যাপিকা সুযোগ গ্রহণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ৭ দিনের এই কোর্স ১৬ই মার্চ উদ্বোধন করেন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক এবং কোর্স কো-অর্ডিনেটর ডক্টর আসিম জাফর। তত্ত্বাবধানে ছিলেন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইউজিসি এসআরডিসির ডাইরেক্টর প্রফেসর ফাইজা আব্বাসী, টেকনিক্যাল পারসন এমএস মাজাহার জায়দী। কালিয়াচক কলেজের পক্ষ থেকে হোস্ট ইন্সটিটিউশন কর্ডিনেটর অধ্যক্ষ ডঃ নাজিবর রহমান, সহযোগিতা করেন এই কলেজের আরবি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মুজতবা জামাল।
সপ্ত দিনব্যাপী এই কোর্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সন্নিবিষ্ট ছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্লাস রুমে মুডল ব্যবহার , শিক্ষাদান এবং গবেষণায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রয়োগ, লার্নারস সেন্ট্রিক ই কনটেন্ট তৈরির ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ, শিক্ষাদান ও পরীক্ষা পদ্ধতিতে টেকনোলজির ব্যবহার, ন্যাশনাল এডুকেশন পলিসি টুয়েন্টি-টুয়েন্টি এবং শিক্ষাদানের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, ইত্যাদি।
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং এন্ড অ্যাডমনিস্ট্রেশন, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, ডঃ আম্বেদকার বিশ্ববিদ্যালয়, ভারতী বিদ্যাপীঠ ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এন্ড ম্যানেজমেন্ট এর খ্যাতনামা অধ্যাপক ও গবেষকগণ রিসোর্স পারসন হিসেবে যোগদান করেন।
ভ্যালিডেক্টরি সেশানে কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান উল্লেখ করেন ছাত্র-ছাত্রীরাই যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ তাদের গুণমান বৃদ্ধির জন্য অধ্যাপক অধ্যাপিকা দের দক্ষতার উন্নয়ন প্রয়োজন সেই দিকে লক্ষ্য রেখে কালিয়াচক কলেজ আলীগড় মুসলিম ইউনিভার্সিটির ইউ জি সি এইচ আর ডি সি প্রতিষ্ঠানের সাথে কৃতজ্ঞতার সাথে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। এই বাংলার অধ্যাপক অধ্যাপিকা দের এই ধরনের কোর্সের সুযোগ করে দিয়ে আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে অত্র এলাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস অব্যাহত থাকবে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর প্রফেসর ফাইজা আব্বাসী, এই ধরনের কোর্স আয়োজনের জন্য কালিয়াচক কলেজকে ধন্যবাদ জানিয়ে তুলে ধরেন আগামী দিনে নতুন শিক্ষানীতির মাধ্যমে উচ্চশিক্ষায় টেকনোলজির ব্যবহারের ক্ষেত্রে অধ্যাপক অধ্যাপিকা দের মান উন্নয়নে তার প্রতিষ্ঠান সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।।
মহুয়া মৈত্রের ডেরায় সিবিআই হানা! কি কারণে হানা তা এখনো জানা যায়নি
লোকসভা নির্বাচনের আগে আরো চাপে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের নির্বাচিত প্রার্থী মহুয়া মৈত্র। শনিবার, অর্থাৎ ২৩শে মার্চ, সকাল সাতটা নাগাদ আলিপুরের ‘রত্নাবলী’ নামে এক আবাসনে তল্লাশীর উদ্দেশ্যে পা রাখে সিবিআই। জানা গিয়েছে যে ওই ফ্ল্যাটের মালিক বহিষ্কৃত তৃণমূল সংসদের বাবা ডিএল মৈত্রর। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো অবধি জোরদার তল্লাশি চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। তবে কি কারণে এই তল্লাশি, তা এখনো জানা যায়নি। গোটা আবাসন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। তবে এখানেই শেষ নয়, মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের বাড়িতেও হানা দিয়েছে সিবিআইয়ের আধিকারিকেরা। আট থেকে দশজন জওয়ান তাঁর বাড়ি ঘিরে রেখেছে। স্থানীয় লোকেরাও ভিড় জমাতে শুরু করেছে। কাউকেই ঢুকতে দিচ্ছেন না তারা।
১৪ ঘন্টার তল্লাশির পর চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হয় ৪১ লক্ষ টাকা
লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততো তৎপরতা বাড়ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির। মাঝেমধ্যেই হানা দিচ্ছে রাজ্যের একাধিক নেতা ও মন্ত্রীর বাড়িতে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার, অর্থাৎ ২২শে মার্চ, ইডি হানা দেয় বোলপুরের বিধায়ক, তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী, চন্দ্রনাথ সিনহার বাড়িতে। যদিও সেই মুহূর্তে তিনি ওখানে ছিলেন না এবং পরে খবর পেয়ে তিনি বাড়িতে আসেন। ১৪ ঘণ্টা ধরে চলে তল্লাশি এবং অবশেষে উদ্ধার হয় ৪১ লক্ষ টাকা। পাশাপাশি, বাজেয়াপ্ত করা হয় একটি মোবাইলও, যা পাঠানো হয়েছে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য। সূত্র মারফত জানা গিয়েছে যে কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করার পর নাম ওঠে চন্দ্রনাথ সিনহার এবং সেই কারণেই এই হানা।
৭১ ঘণ্টা ধরে চলল তল্লাশি! স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে কিছুই পেলোনা আইটি আধিকারিকরা
আয়কর ফাঁকি ও আয়ের চেয়ে বেশি সম্পত্তির অভিযোগের ভিত্তিতে গত বুধবার, অর্থাৎ ২০শে মার্চ, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের সাহাপুর কলোনির ফ্ল্যাটে সকাল ৭টায় হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। প্রায় তিনদিন ধরে চলে তল্লাশি এবং অবশেষে ৭১ ঘন্টার পর, শনিবার, অর্থাৎ ২৩শে মার্চ, বেরিয়ে আসেন তাঁরা। যদিও কোনকিছু উদ্ধার করতে পারেননি তাঁরা। তবে এখানেই শেষ নয়, নোটিসও পাঠানো হয়েছে মন্ত্রীর ভাইকে। আয়করের সঙ্গে যুক্ত নথিপত্র নিয়ে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে স্বরূপ বিশ্বাস বলেন, “কোনকিছুই পায়নি আধিকারিকরা। ৭১ ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর খালি হাতে বেরিয়েছে ওরা। লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া এটা আর কিছুনা। রিয়াল এস্টেট সংস্থার সঙ্গে আমার কোনও যোগ নেই।”
“বেরিয়েই উনি আপনাদের সকলের প্রতিশ্রুতি পূরণ করবেন” অরবিন্দ কেজরিওয়ালের আসনে বসে বার্তা দিলেন তাঁর স্ত্রী
আবগারি দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী, তথা আপ সুপ্রিমো, অরবিন্দ কেজরিওয়াল।। এই ঘটনা প্রকাশ্যে আসতেই একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা রাজধানী। পাশাপাশি, এই গ্রেফতারির নিন্দা জানিয়েছে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। সকলের এটাই বক্তব্য যে বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের তদন্তকারী এজেন্সিদের দ্বারা গ্রেফতার করিয়ে গণতন্ত্রে আঘাত এনেছে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি।
কিন্তু এমন আবহাওয়ায় দলের কর্মী ও সমর্থকদের সহ সমগ্র দিল্লিবাসীকে একটি বড় খবর দিল আম আদমি পার্টি। কি সেই খবর? এবার ধৃত আপ সুপ্রিমোর আসনে বসে বার্তা দিলেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল। একটি ভিডিও বার্তায় আপ প্রধানের স্ত্রীকে বলতে শোনা যায়, “লোহার তৈরি আপনাদের ভাই, আপনাদের ছেলে। উনি বলছেন যে উনি ভাবতে পারেননি যে ইডি দ্রুত ওনাকে গ্রেফতার করবে। কিন্তু উনি সাফ জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর কোনো শক্তি ওনাকে বেশিদিন জেলে আটকে রাখতে পারবেনা।”
তিনি আরো বলেন, “কারাগার থেকে দ্রুত বেরিয়ে উনি আপনাদের সকলের প্রতিশ্রুতি পূরণ করবেন। জেলের অন্দরে হোক কি জেলের বাইরে, উনি দেশবাসীর সেবায় সর্বদাই লেগে থাকবেন। আমাদের ভারতে এখনো অনেক শক্তি আছে যারা বিজেপির বিরুদ্ধে এবং তাদের একত্রিত করতেই হবে। উনি সকল আপ কর্মীদের উদ্দেশ্যে এটাই বলেছেন যে বিজেপিকে ঘৃণা করবেন না।”
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।