দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: রাজ্যবাসীকে খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিলেন উদ্বোধনের দিনক্ষণ। মুখ্যমন্ত্রী জানালেন অক্ষয় তৃতীয়ার দিন হবে উদ্বোধন। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে বিশেষ পুজো হবে উদ্বোধনের ৪৮ ঘন্টা আগে এবং ৩০শে এপ্রিল উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা।
তিনি বলেন, “সকলের দৃষ্টি আকর্ষণ করবে পুরীর আদলে তৈরি এই জগন্নাথ মন্দির। যদিও পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে এর তুলনা করা ঠিক নয় কারণ ওটা রাজাদের সময় তৈরি হয়েছিল এবং এটি করেছে সরকার। ভোগঘর, স্টোর রুম, গেস্ট রুম আলাদা আছে।”
এরপর ব্যবস্থা প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বিস্তারিতভাবে সবকিছু জানান। তিনি বলেন, “মূল দরজাটি থাকবে চৈতন্যদ্বারে এবং তার নাম দেওয়া হবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম। এখানেও পুরীর মতো ধ্বজা তোলা হবে এবং প্রথম রথযাত্রা হবে এবার। সোনার ঝাড়ুও থাকবে। কাঠ এবং পাথর দু’রকম ভাবেই জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হচ্ছে।”