দেবজিৎ মুখার্জি, কলকাতা: পরীক্ষায় পাশ করার আগেই ইএনটি স্পেশালিস্ট হিসাবে রোগী দেখতে শুরু করার অভিযোগ তুলে আরজি কর আন্দোলনের অন্যতম মুখ ডা. আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে মুখ্যসচিবকে চিঠি পাঠানো হলো জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে।
সংগঠনের বক্তব্য, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের নিয়ম অনুযায়ী কোনো বেসরকারি নার্সিংহোমে বা স্বাস্থ্যকেন্দ্রে প্র্যাকটিস করতে পারবেন না পিজিটি এবং তা করলে চূড়ান্ত আইন লঙ্ঘন করা হবে।
প্রমাণ হিসেবে সংগঠনের তরফ থেকে দেখানো হয়েছে হুগলির কিউরেন্টার হেলথকেয়ার নামে একটি বেসরকারি হেলথ সেন্টারে আসফাকুল্লা নাইয়া প্র্যাকটিস করছেন। এখানেই শেষ নয়, ২০২২ সালে ওই হেলথ সেন্টারের চিকিৎসক তালিকায় রয়েছে তাঁর নাম, যাতে লেখা রয়েছে নাক-কান-গলা বিশেষজ্ঞ, এমবিবিএস (ক্যাল)-এমএস (ইএনটি)।