দেবজিৎ মুখার্জি, কলকাতা: ধর্মতলায় ধরনার অনুমতি আগেই পেয়েছিল ডাক্তাররা। এবার সেই শর্তগুলি জানিয়ে দেওয়া হলো আদালতের তরফ থেকে। তাদের বক্তব্য, অন্তত ৫০ ফুট ছেড়ে বসতে হবে ডোরিনা ক্রসিং থেকে, ৪০ বাই ২৩ ফুটের বেশি মঞ্চ তৈরি করা যাবেনা, ২০০-২৫০ বেশি লোক নিয়ে বসা যাবেনা এবং কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে বা সাধারণ মানুষের চলাফেরার অসুবিধে না হয়, তার দিকেও নজর রাখতে হবে।