এনটিপিসি ফারাক্কার গার্ল এমপাওয়ারমেন্ট মিশনের আনুষ্ঠানিক উদ্বোধন
মোঃ নাওয়াজ শরীফ, বঙ্গভারতী নিউজ, ফারাক্কা: ২১শে মে ‘আরএলআই পিটিএস’এ জেম ২০২৪এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছিল এনটিপিসি ফারাক্কা। এই উদ্যোগ ১৯শে মে থেকে ১৫ই জুন পর্যন্ত নির্ধারিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মোট ১২০জন অল্পবয়সী মেয়ে যোগ দেবে।
এদিন কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি, শ্রী রবীন্দ্র কুমার, পরিচালক (অপারেশনস), এনটিপিসি লিমিটেড। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুদীপ নাগ, আঞ্চলিক নির্বাহী পরিচালক (ইআর-আই এবং ইআর-২); শ্রী অরিন্দম সিনহা, নির্বাহী পরিচালক (ওএস) এবং শ্রী রমাকান্ত পান্ডা, এইচওপি ফারাক্কা।
ভাষণ দিতে গিয়ে প্রধান অতিথি শ্রী রবীন্দ্র কুমার অংশগ্রহণকারীদের ক্ষমতার প্রশংসা করেন এবং গার্ল এমপাওয়ারমেন্ট মিশনের দর্শনের উপর জোর দেন।