দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরজি কর হত্যাকাণ্ড মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের জামিনের বিরোধিতা সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবি তুলে, ১৭ থেকে ২৬ ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করে, ধরনায় বসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। জানা গিয়েছে, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে মেল করে আবেদন জানানো হয়েছে এবং অনুমতি না দেওয়া হলে তারা আদালতের দ্বারস্থ হবে বলে খবর।
ডাক্তাররা তাদের অভিযোগ স্পষ্ট করে জানান। তাদের বক্তব্য, “সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল এই ঘটনার সঙ্গে যে যুক্ত, তার অনেক প্রমাণ রয়েছে। তারপরেও কিসের ভিত্তিতে এদের ছেড়ে দেওয়া হলো? এছাড়া রাজ্য সরকারও এদের বিরুদ্ধে চার্জশিট পেশ করার অনুমোদন দিচ্ছেনা। এর প্রতিবাদ জানাতেই আমরা আগামী দিনে ধরনায় বসবো বলে ঠিক করেছি।”
সিবিআই তদন্ত নিয়েও মুখ খোলে ডাক্তাররা। তারা বলে, “কোন স্বচ্ছতা নেই সিবিআইয়ের এই তদন্তে। সত্যের পথে চলছেনা। তাই আমরা নতুন কর্মসূচি নিয়ে নতুন করে রাজপথে নামছি। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের এই ধরনাও সেটারই একটা অংশ।” প্রসঙ্গত, বিচারের দাবিতে চলতি মাসের ১৭ তারিখ যৌথভাবে মিছিলের ডাক দেওয়া হয়েছে এসএফআই-ডিওয়াইএফআইয়ের তরফ থেকে। বিকেল ৪টে নাগাদ দীনেশ মজুমদার ভবনে জমায়েতের পর হবে মিছিল।