দেবজিৎ মুখার্জি: বাংলাদেশ ও আদানি ইস্যুকে ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল সংসদ। বাংলাদেশ ইস্যুতে রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন, লোকসভা ও রাজ্যসভায়, মোদির বিবৃতি দাবি করায় পড়ে যায় হই-হট্টগোল। এরপর অধিবেশন মুলতুবি হয়ে যায়। অন্যদিকে, আদানি ইস্যুতে, বিক্ষোভ কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের সাংসদদের।
বাংলাদেশ ইস্যু প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সভার সাংসদ সুস্মিতা দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান প্রকাশ্যে আনেন। তিনি বলেন, “ভোট এলেই বিজেপি হিন্দু হিন্দু করে বেড়ায়। কিন্তু বাংলাদেশে হিন্দু নির্যাতনের বেলায় এখন বিজেপি চুপ কেন?”
অন্যদিকে আদানি ইস্যুতে, অধিবেশন শুরু হওয়ার আগে, কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের সাংসদরা সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখান। সকলেই “দেশ বিক্রি হতে দেব না” স্লোগান তোলেন। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও।