নিউজ ডেস্ক: প্রিয় পাঠক প্রতিদিন সকালে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে গতকালের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো গত ২৪ ঘন্টায়? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
দলীয় কর্মীদের নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী
একদিকে যখন সবুজ আবির নিয়ে আনন্দে মেতে উঠেছে ঘাসফুল শিবিরের কর্মী ও সমর্থকরা, ঠিক তখন অন্যদিকে আতঙ্কে দিন কাটাচ্ছে গেরুয়া শিবিরের কর্মী ও সমর্থকরা। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মীরা। এমনকি কলকাতা হাইকোর্টেও জনস্বার্থ মামলা দায়ের করা হয় এবং এরপর আদালত একাধিক নির্দেশ দেয় রাজ্য সরকারকে। এমন পরিস্থিতিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদের নিরাপত্তার দাবিতে এদিন তিনি আদালতে যান। যদিও প্রধান বিচারপতির বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। কার পক্ষে যাবে রায়? সব উত্তর পাওয়া যাবে শীঘ্রই।
রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে জুলাই মাসের ১০ তারিখে
লোকসভা নির্বাচন শেষ হয়েছে একসপ্তাহও হয়নি। তার মধ্যেই রাজ্যে ফের বাজলো নির্বাচনের ঘন্টা। তবে এটি হলো উপনির্বাচন, যা হবে আগামী মাস, অর্থাৎ জুলাইয়ে। বাংলার মোট চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে জুলাই মাসের ১০ তারিখে এবং গণনা হবে সেই মাসেরই ১৩ তারিখে। সেগুলি হল মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা। তবে এই চারটির মধ্যে মূল আকর্ষণ মানিকতলার উপনির্বাচন কারণ তৃণমূলের প্রাক্তন বিধায়ক সাধন পান্ডের মৃত্যুর পর দীর্ঘদিন ধরেই এই বিধানসভা কেন্দ্রটি ছিল বিধায়কহীন। তবে কমিশনের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়নি যে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, মাদারিহাটে বিধানসভা উপনির্বাচন কবে হবে। এবার দেখার বিষয় যে কাদেরকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয় রাজনৈতিক দলগুলির তরফ থেকে। সব উত্তর পাওয়া যাবে শীঘ্রই।
কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে হামলার পেছনে হাত রয়েছে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার
এক ভয়াবহ ঘটনায় কেঁপে উঠল গোটা উপত্যকা। প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদির শপথ নেওয়ার দিন কাশ্মীরের রিয়াসি জেলায় তীর্থযাত্রীদের বাসের উপর হামলা করে জঙ্গিরা এবং এই হামলার জেরে খাদে পড়ে যায় সেই বাস। যদিও কেন্দ্রের তরফ থাকে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে জঙ্গিদের তল্লাশিতে নেমে পড়া হয়েছে। এই ঘটনায় বৃদ্ধি পেয়েছে মৃত যাত্রীদের সংখ্যাও। তবে এবার এই ঘটনাকে কেন্দ্র করে আরো একটি বিষয় প্রকাশ্যে এলো যা জানতে পেরে আতঙ্কিত হয়ে উঠলো দেশের সকল মানুষ। এই হামলার দায় স্বীকার করে নিল পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবা। এর চেয়েও ভয়াবহ বিষয়, এই সন্ত্রাসবাদী সংগঠনের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হলো যে এমন ঘটনা ভবিষ্যতে আরো ঘটবে। জানা গেছে ঘটনার পেছনে হাত রয়েছে আবু হামজার।
হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের
মোদি সরকারকে চাপে ফেলতে এবার নতুন কৌশল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার কৃষকদের সাহায্যের হাত বাড়ালেন তিনি এবং দিয়ে বসলেন বড় প্রতিশ্রুতি। মুখ্যমন্ত্রী পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের আন্দোলনরত কৃষকদের কথা দিলেন যে তিনি তাদের পাশে থাকবেন এবং যেভাবে সম্ভব কৃষকদের এই আন্দোলনে সাহায্য করবেন। এমন প্রতিশ্রুতিতে অত্যন্ত খুশি হলেন কৃষকেরা এবং তারা জানালেন যে কৃষকদের মধ্যে পরিকল্পনা চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের সমস্যার কথা বলার। সোমবার তৃণমূল কংগ্রেসের পাঁচ সাংসদ কৃষকদের সঙ্গে কথা বলেন এবং এরপর ফোনের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কথা বলান। এবার দেখার বিষয় যে তৃণমূল সুপ্রিমো পরবর্তী পদক্ষেপ কি নেন। এছাড়া এটাও দেখার বিষয় যে বিজেপির তরফ থেকে পাল্টা কি করা হয়। কি হতে চলেছে পরিণতি? তা বলবে সময়।
মোদি-৩ মন্ত্রিসভায় কারা পেলেন কোন পদ? প্রকাশ্যে এলো সেই তালিকা
দীর্ঘ প্রতীক্ষার হলো অবসান। প্রকাশ্যে এলো নামের তালিকা। কোন নামের তালিকা? মোদি-৩ মন্ত্রিসভায় কাদের কোন পদ দেওয়া হল, এবার সেই তালিকা এলো সামনে। এই নয়া মন্ত্রিসভায় সুযোগ পেয়েছেন একঝাঁক নতুন মুখ। হাজার দড়ি টানাটানির মাঝেও ঠিক করে নেওয়া হলো কাদের কোন দায়িত্ব দেওয়া হবে। যদিও অন্দরে এখনো চাপ লেগেই রয়েছে। বেশ চিন্তায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্পিকার পদ নিয়ে মতপার্থক্য বিজেপি ও চন্দ্রবাবু নাইডুর দলের মধ্যে। একদিকে বিজেপির বক্তব্য যে সেই পদে বসুক তাদের পছন্দের পুরন্দেশ্বরী। আবার অন্যদিকের টিডিপি চায় যে তাদেরই দলের কাউকে সেই পদ দেওয়া হোক। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির। সরকার বাঁচাতে কি সিদ্ধান্ত নেয় তারা, তা জানা যাবে কিছুদিনের মধ্যে।
‘সাতসকাল’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। সুপ্রভাত।