নিউজ ডেস্ক: প্রিয় পাঠক প্রতিদিন সকালে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে গতকালের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো গত ২৪ ঘন্টায়? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
রাজভবনে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীদের বাধা দেওয়া হলো পুলিশের তরফ থেকে
লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে হিংসার খবর। এমন পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের কথা বলানোর ব্যবস্থা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এদিন ধর্মতলার কাছে তাঁকে পড়তে হয় পুলিশি বাধার মুখে। এমন কান্ড দেখে ক্ষুব্ধ হন বিরোধী দলনেতা এবং তিনি দাবি করেন যে এই সবকিছু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এখানেই শেষ নয় তিনি হুংকার দেন যে এর শেষ দেখে ছাড়বেন। শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ কাজ করছে। এমন খারাপ পরিস্থিতি তো জরুরি অবস্থার সময়ও ছিলোনা। আমি বিরোধী দলনেতা। আমার রাজ্যপালের কাছে অনুমতি নেওয়া আছে, কিন্তু তা সত্ত্বেও আমায় যেতে দেওয়া হচ্ছেনা। আমরাও এর শেষ দেখে ছাড়বো। রাজ্যপালকে সবকিছু লিখিতভাবে জানাবো এবং তাঁর সাহায্য চাইবো।” এবার দেখার বিষয় যে কি প্রতিক্রিয়া আসে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। পাল্টা কি আসবে শাসকদলের তরফ থেকে? সব জানা যাবে আর কিছুদিনের মধ্যে।
রেস্তোরাঁ কান্ডে বারসাত আদালতে আগাম জামিন পেলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তী
বড় স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক, তথা জনপ্রিয় টলিউড অভিনেতা, সোহম চক্রবর্তী। রেস্তোরাঁ কাণ্ডে আগাম জামিন পেলেন তিনি। তা মঞ্জুর করে বারাসাত আদালত। জানা গিয়েছে যে বৃহস্পতিবার তিনি কনভয় নিয়ে বারাসত আদালতে যান সকাল ১০টা নাগাদ। প্রথমে তাঁকে কথা বলতে দেখা যায় আইনজীবীদের সঙ্গে এবং এরপর তিনি ভিতরে যান। সূত্র মারফত জানা গিয়েছে যে আগাম জামিনের আর্জি জানান তিনি আত্মসমর্পণ করে। বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন বেলা ১টা নাগাদ। যদিও এই প্রসঙ্গে সোহম চক্রবর্তীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “বিচারাধীন বিষয়টা। আমি কিছু বলবোনা। আইনজীবীরা সব বলবে।” এবার দেখার বিষয় যে আক্রান্ত রেস্তোরাঁ মালিককে সাহায্যের হাত বাড়ায় কোন রাজনৈতিক দল। সোহম চক্রবর্তীর পাশে দাঁড়ায় কারা? কি বলবে শাসকদল তৃণমূল কংগ্রেস এই প্রসঙ্গে? এই ঘটনা কি একটু হলেও চাপে ফেলবে তৃণমূল কংগ্রেসকে? পরবর্তী পদক্ষেপ কি হবে তৃণমূল ও বিজেপির তরফ থেকে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।
নিট পরীক্ষায় দুর্নীতি মানলো কেন্দ্র! এআইডিএসও বিক্ষোভ দেখালো করুণাময়ী মোড়ে
আবারো বড়সড় চাপে পড়ল কেন্দ্র সরকার। চলতি বছরের নিট পরীক্ষায় দুর্নীতি এবার এলো প্রকাশ্যে। এমনকি সুপ্রিম কোর্টে তা কিছুটা হলেও মানতে বাধ্য হলো তারা। তার উপর বাড়তি গ্রেস মার্কস বাতিল হলো সেই ১,৫৬৩ পরীক্ষার্থীদের, যারা ভুল প্রশ্নের জন্য গ্রেস মার্কস পেয়েছিলেন। তবে এটাও জানিয়ে দেওয়া হয় যে সেই পরীক্ষার্থীরা যদি ফের পরীক্ষা দিতে চান, তাহলে সেই সুযোগ তাদের দেওয়া হবে। পরীক্ষা হবে চলতি মাসের ২৩ তারিখে এবং ফল ঘোষণা হবে ৩০ তারিখে। তবে এমন কাণ্ডে চরম ক্ষুব্ধ এআইডিএসও। তাদের তরফ থেকে ‘বিকাশ ভবন অভিযানের’ ব্যবস্থা করা হয়। পুলিশ তাদের মাঝপথে আটকে দিলে শুরু হয় ধস্তাধ্বস্তি এবং আটক করা হয় কয়েকজনকে। এবার দেখার বিষয় যে এই দুর্নীতি প্রকাশ্যে আসার পর কি প্রতিক্রিয়া দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়া বিজেপিও কিভাবে এমন কান্ড ধামাচাপা দেয় সেটাও দেখার বিষয়। পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তাদের? সব উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।
রিয়াসি জেলায় তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলায় আটক করা হলো ৫০জনকে
সম্প্রতি কাশ্মীরের রিয়াসি জেলায় এক তীর্থযাত্রী বাসে হামলা চালায় জঙ্গিরা, যার ফলে খাদে পড়ে যায় বাসটি। হামলার দায় স্বীকার করে লস্কর-ই-তইবা। এই ঘটনায় মৃত্যু হয় অনেকের। এক আতঙ্কের আবহাওয়া তৈরি হয় এলাকায়। যদিও গোটা ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এনআইএকে। তবে এবার এই ঘটনার সঙ্গে যুক্ত ৫০জনকে আটক করল পুলিশ। তবে তল্লাশি এখনো চলছে এবং গুরুত্বপূর্ণ তথ্য হাত লেগেছে তদন্তকারীদের। এক পুলিশ মুখপাত্র বলেছেন, “হাতে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। তল্লাশি চালানো হচ্ছে আর্না ও মাহোরে।” অন্যদিকে, উপত্যকায় সন্ত্রাস রুখতে অমিত শাহ ও অজিত ডোভালের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার দেখার বিষয় যে কি পদক্ষেপ নেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে। তাছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি হয়, সেটাও দেখার বিষয়। জানা যাবে আর কিছুদিনের মধ্যে।
‘সাতসকাল’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। সুপ্রভাত।