নিউজ ডেস্ক: প্রিয় পাঠক প্রতিদিন সকালে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে গতকালের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো গত ২৪ ঘন্টায়? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করলো শাসকদল তৃণমূল কংগ্রেস
লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই রাজ্যে বাজলো ভোটের দামামা। চারটি বিধানসভার উপনির্বাচন হবে এবার। সেই চার বিধানসভা হলো মানিকতলা, বাগদা রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ। ইতিমধ্যেই নবান্নের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক সারেন দলের বড় মাথাদের নিয়ে এই প্রসঙ্গে। অবশেষে এবার প্রকাশ্যে এলো প্রার্থী তালিকা।
শুক্রবার, অর্থাৎ ১৪ই জুন, নিজেদের এক্স হ্যান্ডেল থেকে প্রার্থীদের নাম ঘোষণা করে ঘাসফুল শিবির। মানিকতলা থেকে দাঁড় করানো হয়েছে প্রয়াত তৃণমূল নেতা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে। যেহেতু বাগদা মতুয়াদের ঘাঁটি, তাই সেখান থেকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে টিকিট দেওয়া হয়েছে কৃষ্ণ কল্যাণীকে এবং রানাঘাট দক্ষিণের ক্ষেত্রে টিকিট দেওয়া হয়েছে মুকুটমণি অধিকারীকে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই চার বিধানসভার কেন্দ্রে জয় তৃণমূল কংগ্রেসের হয় কিনা। নাকি এবারে বাজি জিতবে বিজেপি? সব উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।
রাজভবনে যাওয়ার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষ অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে হিংসার খবর। শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির অভিযোগ যে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাস চালাচ্ছে রাজ্যজুড়ে এবং লাগাতার হামলা করে চলেছে বিজেপি কর্মীদের উপর। এমন পরিস্থিতিতে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু রাজভবন যাওয়ার পথে ধর্মতলার কাছে তাদের বাধা দেয় পুলিশ। তা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে এর শেষ দেখে তিনি ছাড়বেন এবং প্রয়োজনে রাজ্যপালকে সমস্ত অভিযোগ লিখিতভাবে জানাবেন এবং তাঁর সাহায্য চাইবেন।
কিন্তু এখানে ব্যাপারটা থেমে যায়নি। জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। সেখানে রাজ্য পুলিশকে তুলোধোনা করেন বিচারপতি অমৃতা সিনহা এবং শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষ অনুমতি দেন রাজভবনে যাওয়ার জন্য। তিনি জানিয়ে দেন যে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে শুভেন্দু অধিকারী কে আগে অনুমতি নিতে হবে এবং অনুমতি পেলেই তবেই শুভেন্দু অধিকারী ও ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন। তবে তার সঙ্গে বিচারপতি এটাও জানিয়ে দেন যে কতগুলি গাড়ি রাজভবনে ঢুকবে তা পুলিশকে জানিয়ে দিতে হবে। যদিও বিজেপির বক্তব্য যে তারা হেটেই রাজভবন যাবে এবং এরপরই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় যে শনাক্তকরণের দায়িত্ব শুভেন্দু অধিকারীদের মধ্যেই কাউকে একজন নিতে হবে। তাতে সহমত জানান বিচারপতি অমৃতা সিনহা এবং বলেন কারোর পরিচয় নথিবদ্ধ করলে চলবেনা। নাহলে পরে হেনস্তার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবার দেখার বিষয় যে এই নির্দেশের পর কি প্রতিক্রিয়া আসে রাজ্য সরকারের তরফ থেকে। কি ছক কষছে বঙ্গ বিজেপি? পালটা কি আসবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে? কোথায় যাচ্ছে এই লড়াই? সব উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।
নিট পরীক্ষায় বেনিয়ম কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করল পড়ুয়াদের একাংশ
নিট পরীক্ষায় দুর্নীতি প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়ে গেল গোটা দেশে। রীতিমতো হইচই পড়ে গেল জাতীয় রাজনীতিতে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অধিকাংশ ব্যবহারকারীরাই ধিক্কার জানায়। প্রশ্নের মুখে পড়ল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এমনকি সুপ্রিম কোর্টেও কেন্দ্র একপ্রকার মানতে বাধ্য হলো যে দুর্নীতি হয়েছে। এখানেই শেষ নয়, বাতিল করা হয়েছে ১৫৬৩জনের বাড়তি গ্রেস মার্কস। তবে কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা চাইলে আরো একবার পরীক্ষা দিতে পারবে।
তবে কেন্দ্রের ভুল স্বীকার করে নেওয়ায় পুরো ব্যাপারটা থেমে যায়নি। পড়ুয়াদের একাংশ সিবিআই তদন্তের দাবি করেছে এক্ষেত্রে। তাদের বক্তব্য যেই ১৫৬৩জনের বাড়তি গ্রেস মার্কস বাতিল হয়েছে, তাদের আবার পরীক্ষা দেওয়া নিয়ে কোন সমস্যা নেই। কিন্তু যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তারা যেন শাস্তি পায়। আগামী ৮ই জুলাই মামলার শুনানি, কিন্তু তার আগে শীর্ষ আদালতের তরফ থেকে এই ব্যাপারে কেন্দ্রের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে।
এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি জবাব আসে কেন্দ্রের তরফ থেকে। তারা কি পারবে কোনভাবে এই দুর্নীতি ধামাচাপা দিতে? নাকি আরো চাপে পড়বে আগামীদিনে? সব জানা যাবে আর কিছুদিনের মধ্যে।
‘সাতসকাল’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। সুপ্রভাত।