নিউজ ডেস্ক: প্রিয় পাঠক প্রতিদিন সকালে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে গতকালের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো গত ২৪ ঘন্টায়? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
রাজভবনের সামনে অবস্থান-বিক্ষোভ নিয়ে কলকাতা হাইকোর্ট গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার, অর্থাৎ ১৯শে জুন, তিনি আদালতে গিয়ে রাজভবনের সামনে অবস্থান-বিক্ষোভের অনুমতি চান। মামলা দায়ের করার অনুমতিও পান বিচারপতি অমৃতা সিনহার তরফ থেকে। তবে এদিন প্রশ্নের মুখে পড়তে হয় বিরোধী দলনেতাকে। বিচারপতির প্রশ্ন শাসকদল তৃণমূল কংগ্রেস বসেছিল বলেই কি সেই স্থানে শুভেন্দু অধিকারীকে অবস্থান-বিক্ষোভে বসতে হবে। এছাড়া আদালতের তরফ থেকে একটি বিকল্প জায়গা খোঁজার নির্দেশ দেওয়া হয় এবং সেটা জানানোর কথা অবধি বলা হয়।
প্রশ্ন: এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি রায় দেয় আদালত। কার পক্ষে যাবে রায়? কি পরিকল্পনা করবে তৃণমূল ও বিজেপি? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যেই।
রেশন দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন বিশিষ্ট টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত
রেশন দুর্নীতি মামলায় ইডির তলবে সারা দিলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বুধবার, অর্থাৎ ১৯শে জুন, তিনি পৌঁছন সিজিও কমপ্লেক্সে। জানা গিয়েছে যে ব্যাংকে লেনদেন সংক্রান্ত প্রশ্ন করা হয়েছে অভিনেত্রীকে। ঘন্টা পাঁচেক ধরে চলে জেরা। বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং দাবি করেন যে তিনি সহযোগিতা করেছেন এবং যা নথি চাওয়া হয়েছিল, সেগুলি তিনি জমা দিয়েছেন। তবে তিনি এটাও জানিয়ে দেন যে এর চেয়ে বেশি তিনি কিছু বলতে পারবেন না।
প্রশ্ন: এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত আবার কবে ইডি ডাকেন ঋতুপর্ণা সেনগুপ্তকে। কোনদিকে গড়াচ্ছে এই মামলার জল? কারা যাবে জনপ্রিয় টলিউড অভিনেত্রীর পক্ষে বা তাঁর বিরুদ্ধে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যেই।
নিট পরীক্ষায় দুর্নীতির বিরোধিতা করে দেশজুড়ে আন্দোলনে নামবে হাত শিবির
নিট পরীক্ষায় দুর্নীতি প্রকাশ্যে আসতেই চাপে পড়েছে কেন্দ্র সরকার। আক্রমণে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এছাড়া পড়ুয়াদের একাংশ সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল, যা পরে খারিজ হয়ে যায়। তবে এমন কান্ড বেশ ভালই অস্বস্তিতে ফেলেছে কেন্দ্র সরকারকে। এরই মাঝে বড় সিদ্ধান্ত নিল হাত শিবির, অর্থাৎ কংগ্রেস। বিজেপিকে চাপে ফেলতে এবার দেশজুড়ে একটি বড় আন্দোলন করার সিদ্ধান্ত নিল তারা। দলের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালের তরফ থেকে চিঠি পাঠিয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করার কথা জানানো হয়েছে। দলের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে যে শীর্ষ নেতাদের উপস্থিতি বাধ্যতামূলক।
প্রশ্ন: এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই আন্দোলন কতটা চাপে ফেলতে পারে বিজেপিকে। কেন্দ্র সরকার কি পারবে পরিকল্পনা করে এই ব্যাপারটি ইতি করতে? নাকি আগামীদিনে আরও বড় চাপের মুখে পড়বে তারা? সব উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।
ফিল সল্টের ব্যাটিংয়ের উপর ভর করে সুপার এইটে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেল ইংল্যান্ড
সুপার এইটে বড় জয় ইংল্যান্ডের। একটি নয়, দুটি নয়, একেবারে আট উইকেটে হারালো ওয়েস্টইন্ডিজকে। সৌজন্যে ফিল সল্ট ও জনি বেয়ারস্টোর দুর্দান্ত ব্যাটিং। দুজনের মারকুটে ইনিংসের উপর ভর করে একটি লড়াকু টোটাল সহজে তাড়া করতে সফল হয় ইংল্যান্ড। শুরুতে ব্যাট করে ১৮০ রান করে ওয়েস্টইন্ডিজ। যদিও কারোর ব্যাগ থেকে আসেনি অর্ধশতরান বা শতরান। জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় ইংল্যান্ডের। দুটি উইকেট হারানোর পর জনি বেয়ারস্টোর সঙ্গে একটি বড় পার্টনারশিপ করে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে ইংল্যান্ড। সর্বোচ্চ ৮৫ রান করেন ফিল সল্ট এবং তিনি হন ম্যাচের সেরা।
প্রশ্ন: এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে কেমন পারফর্ম করে ইংল্যান্ড। ওয়েস্টইন্ডিজ কি পারবে ঘুরে দাঁড়াতে? নাকি পরবর্তী রাউন্ডে যেতে পারবেনা তারা? কি হবে শেষ পর্যন্ত? সব জানা যাবে আর কিছুদিনের মধ্যে।
ইউরো কাপে স্কটল্যান্ড বনাম সুইটজারল্যান্ড ম্যাচ শেষ হলো ১-১ গোলে
একটি দুর্দান্ত ম্যাচের সাক্ষী হল কলং স্টেডিয়াম। গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ড্র দিয়ে শেষ করল স্কটল্যান্ড ও সুইটজারল্যান্ড। তবে লাগাতার চলেছে আক্রমণ ও পালটাআক্রমণ। দুই পক্ষই একে অপরকে বেশ ভালো টক্কর দিয়ে গেছে। ম্যাচ শেষ হয় ১-১ গোলে। প্রথম গোলটি আসে ১৩ মিনিটের মাথায়। সেটি করেন স্কটল্যান্ডের টমিনায়। দ্বিতীয় গোলটি আসে ২৬ মিনিটের মাথায়। সেটি করেন সুইটজারল্যান্ডের শাকিরি। এরপর দুই পক্ষই একে অপরের গোলপোস্টে ঢুকে গোল করার চেষ্টা করে, কিন্তু তা রুখে দিতে সফল হয় গোলকিপার ও রক্ষণভাগ।
প্রশ্ন: এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত দুই দল কোথায় গিয়ে শেষ করে গ্রুপ পর্বে। কে যাবে পরবর্তী রাউন্ডে বলবে সময়।
‘সাতসকাল’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। সুপ্রভাত।