নিউজ ডেস্ক: প্রিয় পাঠক প্রতিদিন সকালে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে গতকালের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো গত ২৪ ঘন্টায়? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
দেখতে দেখতে শেষ হয়ে গেল ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের একদিনের সিরিজ। একেবারে দাপটে সঙ্গে সিরিজ নিজেদের পকেটে পুড়ে নিল লঙ্কা বাহিনী। একদিনের সিরিজের ফলাফল ২-০। এই সিরিজে একেবারেই প্রভাব ফেলতে পারেনি রোহিত শর্মা ও তাঁর বাহিনী। বিশেষ করে এই সিরিজে ব্যাটিং বিপর্যয় হতাশ করেছে সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। অধিনায়ক রোহিত শর্মা ছাড়া কেউই ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারেনি। যদিও বোলাররা অল্প রানে প্রতিটা ম্যাচে শ্রীলঙ্কাকে আটকে দিতে সফল হয়েছে। কিন্তু ব্যাটারদের ছন্দহীন ব্যাটিং হারিয়েছে গোটা দলকে। এই সিরিজ পরাজয়ের সাথে বেশ ব্যাকফুটে চলে গেল ‘মেন ইন ব্লু’। এমনটাই মনে করছে ক্রিকেটমহল। অন্যদিকে শ্রীলংকার পারফরম্যান্স ছিল দেখার মতো। দলের তরুণ ক্রিকেটাররা বেশ ভালোভাবেই আটকাতে সফল হয়েছে ভারতকে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ধীরে ধীরে ফের ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলংকা।
সিরিজের প্রথম একদিনের ম্যাচ শেষ হয় ড্র দিয়ে। তীরে এসে তরী ডোবে টিম ইন্ডিয়ার। জয়ের দোরগোড়ায় এসেও জিততে পারেনি তারা। দুই দলই অলআউট হয় ২৩০ রানে। দ্বিতীয় ম্যাচেও হতাশ হতে হয় মেন ইন ব্লুকে। প্রথমে ব্যাট করে শ্রীলংকা করে ২৪০ রান। জবাবে রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস শেষ হয় ২০৮ রানে এবং ৩২ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নেয় শ্রীলংকা। তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে হয় লজ্জাজনক পরাজয়ের। প্রথমে ব্যাট করে শ্রীলংকা বলে ২৪৮ রান। ২৪৯ রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস শেষ হয় ১৩৮ রানে। এদিন একাই পাঁচটি উইকেট তোলেন শ্রীলংকার তরুন ক্রিকেটার দুনিথ ওয়েলালাগে। ব্যাট হাতে ৯৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় আবিষ্কা ফার্নান্ডোকে। অন্যদিকে, গোটা সিরিজজুড়ে ভালো পারফরম্যান্স করার যোগ্য পুরস্কার পান দুনিথ ওয়েলালাগে। তাঁকে ঘোষণা করা হয় সিরিজের সেরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরিজ জয় নিয়ে মুখ খোলেন শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথমেই শ্রীলংকার অধিনায়ককে প্রশ্ন করা হয় গোটা সিরিজজুড়ে দলের পারফরমেন্স নিয়ে। সেই প্রশ্নের উত্তরে চারিথ আসালাঙ্কা বলেন, “একজন অধিনায়ক হয়ে দলকে সিরিজ জিতিয়ে আমি অত্যন্ত খুশি। এই জয় আমাকে খুব আনন্দ দিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার আমাদের দলের সকল ক্রিকেটারই এই জয় পেয়ে খুব খুশি হয়েছে। এই সিরিজে আমি দলের থেকে যা চেয়েছিলাম, ওরা সবটাই ঠিকঠাক করেছে।”
এরপরই শ্রীলংকার অধিনায়ককে প্রশ্ন করা হয় টিম ইন্ডিয়ার পারফরম্যান্স প্রসঙ্গে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা সকলেই বেশ ভালো করে জানি যে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী এবং এক্ষেত্রে আমরা নিজেদের প্রধান অস্ত্র ব্যবহার করতে চেয়েছিলাম। স্পিন হচ্ছে আমাদের প্রধান শক্তি এবং ওটাকেই আমরা কাজে লাগিয়েছি।” শেষে শ্রীলংকার অধিনায়ককে প্রশ্ন করা হয় দলের কোচ সনৎ জয়সূর্যকে নিয়ে। সেই প্রশ্নের উত্তরে চারিথ আসালাঙ্কা বলেন, “এই সিরিজ জিতে দলের এখন সকল প্লেয়ারেরই মুড খুব ভালো। বিশেষ করে আমাদের দলের কোচ সনৎ জয়সূর্য অত্যন্ত অ্যাক্টিভ। দলের মধ্যে যে পরিবেশটা রয়েছে, এই মুহূর্তে তা খুবই ভালো এবং সকল ক্রিকেটারই বেশ আনন্দের সঙ্গে পরিবেশটা উপভোগ করছে।”
অন্যদিকে, সিরিজ হেরে একেবারেই খুশি নন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি দলের পারফরম্যান্স প্রসঙ্গে মুখ খোলেন এবং দাবি করেন যে দিনের শেষে শ্রীলঙ্কা জিতেছে কারণ তারা ভালো ক্রিকেট খেলেছে বলে। প্রথমেই হিটম্যানকে প্রশ্ন করা হয় স্পিন খেলা নিয়ে সমস্যা প্রসঙ্গে। সেই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, “আমার মনে হয়না এটা কোন বড় সমস্যা। তবে এটার উপর আমাদের নজর দিতে হবে। আমি মনে করি শ্রীলঙ্কা আমাদের থেকে অনেক বেশি ভালো খেলেছে। আমরা দল বেছে নিয়েছিলাম পরিস্থিতি দেখেই।”
রোহিত শর্মা আরো বলেন, “এই সিরিজের যেই জায়গাগুলিতে আমরা ভালো করেছি, সেগুলির চেয়ে বেশি নজর রাখতে হবে যেই জায়গাগুলিতে আমাদের খামতি রয়েছে কারণ পরবর্তীকালে যদি আমরা আবার এমন পরিস্থিতির সম্মুখীন হই, তাহলে আমরা অন্তত প্রস্তুত থাকবো। ক্রিকেটে এগুলো চলে। একটা সিরিজ হেরে যাওয়া মানে এই নয় যে আপনি সবকিছু হারিয়ে ফেলেছেন। এগুলো হয় মাঝেমধ্যে। তবে আসল ব্যাপারটা হলো যে কিভাবে আপনি সিরিজ হেরে গিয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছেন।”
‘সাতসকাল’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। সুপ্রভাত।