দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর্টিস্ট ফোরাম অফ বেঙ্গলের উদ্যোগে গত ১৬ সেপ্টেম্বর, ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চারুবাসনার দুটি প্রদর্শশালায় একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল বর্তমান সামাজিক পরিস্তিতি ও দূষণ মুক্ত পরিবেশের ওপর চিত্রকলা মানুষের কাছে তুলে ধরা।
এই প্রদর্শনীতে দেখা গেল মোট ৬০ জন শিল্পীর কাজ। এদের ভেতর ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী, অভিজিৎ ভট্টাচাৰ্য, সুদীপ বন্দোপাধ্যায়, অরুনিমা চৌধুরী, অরিজিৎ মৈত্র, সেলিম মুন্সী, ইকবাল হোসেন সহ আরো অন্যান্য শিল্পীদের ছবি।
এছাড়া প্রদর্শনী চলাকালীন শিশুশিল্পীদের নিয়ে দূষণ মুক্ত পরিবেশের বিষয় ভিত্তি করে এক চিত্রকর্মশালার আয়োজন করা হয় গত ২৮ সেপ্টেম্বর, ২০২৪ চারুবাসনার প্রেক্ষাগৃহে। চিত্রকর্মশালার শেষে অংশগ্রহণকারি শিশুদের হাতে শংসাপত্র তুলে দেন শিল্পী যোগেন চৌধুরী। আগামীতে এই কর্মশালার অংশগ্রহণকারি মোট ৩৬ জন শিশুর কাজ নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে চারুবাসনার প্রদর্শশালায়।