দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরজি কর হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক যোগের প্রমাণ পেশ করলো জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। এদিন দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সদস্যরা একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রিন্ট পেশ করেন, যাতে দেখা গিয়েছে একজন লিখেছেন, “ছয়টি উপনির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস সহজে জিতে যায়, তাহলে এই আন্দোলনকে শাসকদল আর গুরুত্ব দেবেনা। তাই এই জায়গাগুলিতে যদি রাজ্য সরকারের ব্যর্থতাগুলি প্রচার করা যায়, তাহলে সিস্টেমকে নাড়ানো যাবে।”