দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুরু হলো আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া। মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে দুই কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি, নবান্ন সভাগরে চেক ও স্মারকপত্র তুলে দেন তিনি ৪২ জন সুবিধাভোগীর হাতে। কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, “আমরা মোট ২৪ হাজার কোটি টাকা পাই কেন্দ্রের থেকে। কিন্তু এখনো পর্যন্ত তা মেলেনি। তাই যা আছে, সেটা থেকেই দিচ্ছি। আমরা কারোর ভিক্ষা চাইনা কারণ এটা মানুষের অধিকার।” ৩-৪ দিনের মধ্যে সকলে টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস দেন তিনি।