দেবজিৎ মুখার্জী, কলকাতা: চলতি আইএসএলে ‘প্লে অফ’ খেলার স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের। ছন্দে না থাকা গোয়ার কাছেও পরাজিত হতে হয় কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের। ১-০ গোলে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে গোয়া। তবুও আসন্ন ডার্বি ম্যাচের প্রতি আগ্রহ বিন্দুমাত্র কমেনি লাল-হলুদ ও সবুজ-মেরুন সমর্থকদের। সকলেরই উন্মাদনা এখনো তুঙ্গে রয়েছে।
যদিও ম্যাচ আয়োজিত হওয়া নিয়ে প্রথম দিকে সমস্যা দেখা দেয় বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের জন্য। তবে শেষ পর্যন্ত ম্যাচ ১০ তারিখে হবে বলেই ঠিক করা হয়েছে তবে নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে সাতটার জায়গায় সাড়ে আটটা নাগাদ হবে।
তবে তারিখ ও সময়ের পর, এবার ম্যাচের টিকিট নিয়ে দেখা গেল সমস্যা। মোহনবাগান গ্যালারির টিকিটের দাম বাড়ানো হলো আয়োজক ইস্টবেঙ্গলের তরফ থেকে এবং এরপরই প্রশ্ন ওঠে যে কেন এমন বৈষম্য। এক্ষেত্রে ওয়াকিবহাল মহল মনে করছেন যে সেদিন যাতে বাগানের তুলনায় ইস্টের সমর্থকদের ভিড় বেশি হয় সে কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার অনেকে এমনও মনে করছেন যে যাতে কম সংখ্যক মোহনবাগান সমর্থক ম্যাচ দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হয় সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে লাল-হলুদের তরফ থেকে।
উল্লেখ্য, যেহেতু ম্যাচ শেষ হতে অনেক রাত হবে এবং দুই দলের সমর্থকদের বাড়ি ফেরার কথা মাথায় রেখে আয়োজক ইস্টবেঙ্গলের তরফ থেকে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এবং কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে যাতে সেদিন অতিরিক্ত বাস এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো ট্রেন চলে।