দেবজিৎ মুখার্জি: সংসদে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা আনার পথে ইন্ডিয়া জোট। কংগ্রেসের এই প্রস্তাবে সহমত পোষণ করেছে তৃণমূল কংগ্রেস, আপ, সমাজবাদী পার্টি সহ অন্যান্যরা। বিরোধীদের অভিযোগ, লাগাতার পক্ষপাতিত্বের পাশাপাশি তাদের কথা বলতে উঠতে বারবার বাধা দেওয়া হচ্ছে সাংসদদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন তিনি। জানা গিয়েছে, ৭০জন বিরোধী সাংসদ কংগ্রেসের এই প্রস্তাবে সাক্ষর করেছেন।