দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরজি কর হত্যাকাণ্ড মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের জামিনে ক্ষোভ প্রকাশ করে বড় মন্তব্য করে বসলেন রাত দখল কর্মসূচির উদ্যোক্তা রিমঝিম। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে রাস্তায় থেকে প্রতিবাদ করা ছাড়া কোন উপায় নেই। পাশাপাশি, তিনি এটাও স্পষ্ট জানিয়ে দেন যে ফল যে একদিনে বা চার মাসে আসবেনা, তা তিনি অনেক আগে থেকেই জানতেন। এরপরই জাগে প্রশ্ন যে ফের কি রাত দখলের ডাক দেবেন তিনি।
রিমঝিম বলেন, “বিচার পেতে গেলে রাস্তায় আমাদের থাকতেই হবে। মধ্যিখানে চারটে মাস কেটে গেল। তারপরেও কনভেনশন, মিছিল, পথসভার ডাক দিতে হচ্ছে। হয়তো এখন অনেকের মনে হতে পারে যে আমরা শান্ত হয়ে গেছি ১৪ই আগস্টের পর। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমরা চুপ হয়ে গেলাম কেন। কিন্তু সত্যিটা এটাই যে কেউ চুপ হয়নি। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ চুপ থাকতে পারবেনা। আমি অনেক আগে থেকেই জানতাম যে এই লড়াইয়ের ফল একদিনে বা চার মাসে সম্ভব নয়।”
যদিও রিমঝিমের তরফ থেকে সরাসরি রাত দখল কর্মসূচির কথা এখনো জানানো হয়নি। তবে রাজনৈতিক মহল মনে করছেন যে ফের রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে রাত দখল কর্মসূচি করা হতে পারে। এবার দেখার বিষয় যে আক্রমণের ঝাঁঝ বাড়াতে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয়। শীঘ্রই কি গোটা বাংলা সাক্ষী হবে আরো একটি রাত দখলের? তা বলবে সময়।