দেবজিৎ মুখার্জি: শহিদ বুদ্ধিজীবী দিবসে লিখিত বিবৃতির মাধ্যমে ঐক্যের বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও বিবৃতিতে তিনি নাম নেননি বিএনপি বা ইউনূসের। তবে রাজনৈতিক মহলের কাছে তা স্পষ্ট যে তাদের উদ্দেশ্যেই এটি লিখেছেন বঙ্গবন্ধু কন্যা। বিবৃতিটি সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ। এরপরই উঠতে শুরু করেছে বেশ কয়েকটি প্রশ্ন।
বিবৃতিতে শেখ হাসিনা লেখেন, “এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে বাংলাদেশে। আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতা থেকে সরিয়ে মানুষের উপর নির্যাতন চালানো হচ্ছে। সন্ত্রাসবাদীদের লীলাভূমি তৈরি করা হচ্ছে আমার প্রিয় দেশকে। এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে এবং তাদের জবাব দিতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষকে এক হতে হবে। তারই আহ্বান জানাচ্ছি।”
লিখিত বিবৃতিতে একবারও বিএনপি বা ইউনূসের নাম না থাকায় প্রশ্ন উঠছে যে কাদের উদ্দেশ্যে এমন মন্তব্য করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। যদিও ওয়াকিবহাল মহল ভালো করেই বুঝে গেছেন যে কাদের উদ্দেশ্যে এমনটি লেখা হয়েছে আওয়ামী লীগ সুপ্রিমোর তরফ থেকে। এরপরই প্রশ্ন উঠছে যে তাহলে বাংলাদেশে বসেই কি বাংলাদেশের মসনদে ফিরে আসার পরিকল্পনা করছেন শেখ হাসিনা?