মহাম্মদ নওয়াজ শরীফ, মালদা: মধ্য বাংলার মধ্যমণি মালদহ জেলার কালিয়াচক কলেজ এ গ্রেড লাভ করে ভারতবর্ষের উচ্চশিক্ষার মানচিত্রে প্রথম শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করল। ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (সংক্ষেপে ন্যাক) ভারত সরকারের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের অধীনস্থ একটি সংস্থা যা দেশের ইউনিভার্সিটি এবং কলেজ গুলোকে অ্যাসেসমেন্ট করে গ্রেড প্রদান করে থাকে। এই সংস্থার মাধ্যমে কালিয়াচক কলেজ জেলা মালদহে প্রথম কলেজ যা তৃতীয়বারের মতো অ্যাসেসমেন্ট করল এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কলেজগুলির মধ্যে প্রথম কলেজ যা এ গ্রেড লাভ করেছে।
কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান ২০১৫ সালে প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরে, যে লক্ষ্য স্থির করেছিলেন কলেজকে জাতীয় স্তরে প্রথম শ্রেণীর কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করবেন, তা এবারে বাস্তব রূপ পেল, নয় বছর পরে। কলেজের বয়স তিন দশকের কম হলেও অধ্যক্ষের যোগ্যতম নেতৃত্ব, কঠোর পরিশ্রম তার সাথে সাথে সকল অধ্যাপক,অধ্যাপিকা, শিক্ষা কর্মী, সকলের অক্লান্ত পরিশ্রম, ছাত্র-ছাত্রী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, পরিচালন সমিতি , এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতা অর্জন করার ব্যক্তিত্ব এই গৌরব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে শিক্ষা মহল মনে করেন।
কালিয়াচক এলাকা তথা মালদা জেলা এবং গৌড়বঙ্গের তিনটি জেলা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এর মধ্যে এই গৌরব কেবলমাত্র কালিয়াচক অর্জন করতে পেরেছে জাতীয় স্তরে এই জন্য এই তিন জেলার মানুষ আনন্দিত এবং গর্বিত।
ন্যাক এর অ্যাসেসমেন্টের ক্ষেত্রে সিলেবাস, গঠন পাঠন, রেজাল্ট, শিক্ষক-শিক্ষিকাদের গবেষণা কর্ম,গবেষণা পত্র প্রকাশ, ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার কাউন্সেলিং, চাকুরীতে তাদের অবস্থান, ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় ও গবেষণা ক্ষেত্রে সাফল্য এবং এন সি সি, এন এস এস এর মাধ্যমে তাদের সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ কলেজের পরিকাঠামো, লাইব্রেরির উন্নতি, আধুনিক বা নতুন তথ্যপ্রযুক্তির শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ, অভিনব পদ্ধতিতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালন সর্বোপরি অধ্যক্ষ বা প্রিন্সিপালের দক্ষতা, সরকার, শিক্ষাবিভাগ, বিশ্ববিদ্যালয় , স্থানীয় সহযোগিতা প্রভৃতি বিষয় অ্যাসেসমেন্টের আওতায় রাখা হয়। এবছর মার্চ মাসের ২৮ তারিখে সেলফ স্টাডি রিপোর্ট সাবমিট করা হয়েছিল এবং সেপ্টেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখ ন্যাক এর পক্ষ থেকে তিনজন তিন রাজ্যের শিক্ষা বিশেষজ্ঞ দুইদিন ধরে পরিদর্শন করেন, আর অক্টোবর মাসের ৪ তারিখে এর পক্ষ থেকে রেজাল্ট দিয়ে কালিয়াচক কলেজকে এ গ্রেড কলেজ হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়। কালিয়াচক কলেজ রাজ্য তথা দেশের মধ্যে গুণগত শিক্ষা বিস্তারের প্রতিষ্ঠান হিসাবে প্রথম শ্রেণীর কলেজ রূপে চিহ্নিত হয়।। কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান এই কলেজের এ গ্রেড প্রাপ্তিতে কলেজের আইকিউএসি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী, ছাত্র-ছাত্রী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, গভর্নিং বডি, ডিপিআই, গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয় সকলকে ধন্যবাদ জানান এবং সন্তোষ প্রকাশ করেন। কলেজের আরো উন্নতি করার জন্য তিনি প্রত্যয় ব্যক্ত করেন । মালদা জেলাকে শিক্ষা মানচিত্রে প্রথম শ্রেণীতে নিয়ে যাওয়ার প্রয়াস করার অভিব্যক্তি প্রকাশ করেন। অধ্যক্ষ নাজিবর রহমান 2015 সালে প্রিন্সিপাল হিসেবে কালিয়াচক কলেজের যোগদান করার সময় পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয় এর সহযোগিতা তারপরে ডক্টর নাসির খান চৌধুরী, মালদার এসবিও মিস্টার রানু এবং বর্তমান সভাপতি সাবিনা ইয়াসমিনকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। স্থানীয় শিক্ষা সচেতন ব্যক্তিগণ অধ্যক্ষ তথা কালিয়াচক কলেজের সঙ্গে সংযুক্ত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে কালিয়াচক কলেজের এই উন্নতিতে সকলে আনন্দ প্রকাশ করে। শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী গন অধ্যক্ষের সুদক্ষ নেতৃত্ব এবং সুযোগ্য নির্দেশনা দানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে। কলেজের বর্তমান গভর্নিং বডির সভাপতি মাননীয় সাবিনা ইয়াসমিন এবং কলেজের গভর্নিং বডির সদস্যগণ কলেজের এই উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন এবং অধ্যক্ষের নেতৃত্বের প্রশংসা করেন।