নিট পরীক্ষায় জয়জয়কার কালিয়াচকের পড়ুয়াদের
মোঃ নাওয়াজ শরীফ, বঙ্গভারতী নিউজ, মালদা: ফের শিক্ষার ক্ষেত্রে মালদার মাথায় উঠলো সাফল্যের মুকুট। নিট পরীক্ষায় র্যাংক করলো কালিয়াচক এর ৫০ জন পড়ুয়া। সৌজন্যে ‘কালিয়াচক আবাসিক মিশন’ ও ‘টার্গেট পয়েন্ট মিশন’এর মতো কোচিং সেন্টারের পড়ুয়াদের পেছনে লাগাতার পরিশ্রম। ‘কালিয়াচক আবাসিক মিশন’এর প্রায় ২৩ জন ছাত্রছাত্রী র্যাংক করেছে। টার্গেট পয়েন্ট মিশনের মধ্যে সর্বোচ্চ ৬৮৭ পেয়েছেন রেশমা রৌনক।
তাক লাগিয়ে দিয়েছেন কালিয়াচক হাইস্কুলের দুই বিজ্ঞান পড়ুয়া আফরিন খাতুন (৬৮৯) ও রাজিয়া সুলতানা (৬৫৬)। এই স্কুলের শিক্ষক সায়েম আজগর বলেন, “আমি অত্যন্ত খুশি ও গর্বিত। দুই ছাত্রী নিট পরীক্ষায় খুব ভালো ফল করেছে। বেশ কয়েক বছর ধরে কালিয়াচকের ছাত্রছাত্রীরা ভালো ফল করে চলেছে।”
কালিয়াচক আবাসিক মিশন সবচেয়ে ভালো ফলাফল করেছে। নজরকাড়া ফল করেছেন আব্দুর রহমান (৬৭১), তহিদুর মোমিন (৬৬৫), ইফতিকার আহমেদ (৬৬১) ও সাহিল আহমেদ (৬৫৯)। এই সাফল্য প্রসঙ্গে মিশনের কর্ণধার আমিরুল ইসলাম বলেন, “আমাদের নিট কোচিং সেন্টার রয়েছে। গতবারও ভালো ফল করেছিল। এবারও তা হয়েছে। এবার ২৩ জন ছাত্রছাত্রী স্কোর করেছেন। কিন্তু এখনো সঠিকভাবে জানা যাচ্ছেনা পশ্চিমবঙ্গের স্কোর কত নামবে।”