দেবজিৎ মুখার্জি: ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পঞ্চম টেস্টের প্রথমদিনেই ব্যাকফুটে ইংল্যান্ড। একেবারেই সফল হয়নি তাদের বড় রানের পরিকল্পনা। ২১৮ রানে প্যাভিলিয়ন এ ফিরে যায় গোটা দল। যদিও শুরুতে পার্টনারশিপ ভালই হয়, কিন্তু মাঝে কুলদীপ ম্যাজিক সবকিছু তছনছ করে দেয় বেন স্টোকসদের। তিনি একাই নেন পাঁচটি উইকেট। যদিও এদিন পুরো দিনটাই ছিল স্পিনারদের জন্য। অশ্বিনও নেন ৪টি উইকেট এবং একটি উইকেট নিজের ঝুলিতে তোলেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতেও দাপট দেখান ভারতীয় ব্যাটাররা। নিজের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন যসস্বী জয়সওয়াল। ফের অর্ধশতরান হাকান তিনি। অধিনায়ক রোহিত শর্মা ও করেছেন অর্ধশতরান। দিনের শেষে ভারতের স্কোর এক উইকেটে ১৩৫।
এদিন খেলা শেষে এক সাক্ষাৎকারে মুখোমুখি হয়ে কুলদীপ জানালেন ম্যাচ নিয়ে কিছু কথা। তিনি বলেন, “আমি শুধু খেলাটা আনন্দ করে খেলছি। সত্যি কথা বলতে গেলে ২০২১ সালের সার্জারির পর আমি কঠোর পরিশ্রম করেছি এবং সেটার ফলই আজ আমি হাতেনাতে পাচ্ছি। আজ আমার জ্যাক ক্রলির উইকেটটা খুব পছন্দ হয়েছে। ও গোটা সিরিজ জুড়ে ভালো ব্যাটিং করেছে। এছাড়া ও স্পিন ভালই খেলে।”
এরপরই ওলি পোপের উইকেট প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন কুলদীপ। তিনি বলেন, “ও অনেক আগে থেকেই এগিয়ে এসে খেলছিল। আমাকে ধ্রুব আর সারফারাজ দুজনেই একই কথা বলেছিল যে ও আগে এগিয়ে খেলতে আসবে। এছাড়া অশ্বিন ভাইও আমাকে অনেক বুদ্ধি দিচ্ছিল।”
উল্লেখ্য, এদিন নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নামেন রবিচ্ন্দ্রন অশ্বিন। তাঁর পরিবারের উপস্থিতিতেই তাঁকে বিশেষ সম্মান দেওয়া হয় দলের তরফ থেকে। এছাড়াও ৩৭ বছর আগে অর্থাৎ ১৯৮৭ সালের, এই তারিখে টেস্ট ক্রিকেটে নিজের দশ হাজার রানের গন্ডি ছোঁয়ার জন্য বিসিসিআইয়ের তরফ থেকে সুনীল গাভাস্কারকে দিয়ে কাটানো হয় কেক। সবমিলিয়ে, আজকের দিনটি ভারতীয় ক্রিকেটের কাছে ছিল সত্যিই স্মরণীয়।