দেবজিৎ মুখার্জি, কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙ্গা দাঙ্গা ইস্যুতে প্রশাসনের পদক্ষেপ নিয়ে বিধানসভায় ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি, ডিজি, চিফ সেক্রেটারি সারা রাত জেগেছিলাম। ডিজিকে পাঠানোও হয়েছিল। আমি জানি ওখানে কারা এগুলো করে। হিন্দুদের এলাকায় গোলমাল এড়াতে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছিল। দাঙ্গা করে কিছু দুষ্টু লোক আর ভোগ করতে হয় সাধারণ মানুষকে।”