দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিজয় দিবস উপলক্ষে কলকাতার রেসকোর্সে আয়োজিত অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল ‘জয় বাংলা’ স্লোগান। নিজের বক্তৃতায় তৃণমূল সুপ্রিমো মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে তুলে ধরেন তাঁদের আত্মবলিদানের কথা। পাশাপাশি, তিনি জানান ছোটবেলার সেই মুহূর্তগুলি যখন তাঁর পিতা তাঁকে স্বাধীনতা সংগ্রামের গল্পগুলি শোনাতেন। এদিন উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে কয়েকজন প্রতিনিধি এবং মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বেশকিছু ব্যক্তি।
নিজের বক্তৃতায় এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের মধ্যে কয়েকজন উপস্থিত রয়েছেন যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আমি কখনোই ভুলতে পারবোনা তাদের ভূমিকা যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান দিয়েছিলেন। আমার আন্তরিক শুভেচ্ছা ভারতীয় ও বাংলাদেশের সেনাদের। হৃদয় থেকে শুভেচ্ছা জানাই তাদের।” যদিও মাঝে তিনি এটাও জানান যে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি কিছু জানেন না কারণ তাঁকে জানানো হয়না।
এরপর ছোটবেলার স্মৃতিগুলি তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “আমার বয়স তখন খুবই কম। স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমার বাবা। যখন উনি মারা যান, তখন ওনার বয়স মাত্র ৪০। উনি প্রতিদিন আমাকে শোনাতেন কিভাবে আমাদের দেশের সেনা আত্মবলিদান দিয়েছেন ভারত-চীন যুদ্ধে। এরপর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ এবং বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার যুদ্ধের গল্পও শুনতাম।” এরপরই জনপ্রিয় সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের বিখ্যাত গানের দুটি লাইন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “জো শহিদ হুয়ে হ্যায় উনকি জারা ইয়াদ করো কুরবনি। চিরকাল অমর থাকবে এই গান।” বক্তব্য শেষে তিনি জোর গলায় তোলেন ‘জয় বাংলা’ স্লোগান।