মোদির সভার দিন আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি ও ব্রিগেডে যোগদানের আহ্বান মমতার
দেবজিৎ মুখার্জী, কলকাতা: দোরগোড়ায় লোকসভা নির্বাচন! ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল প্রচার থেকে প্রার্থী বাছাই, সবকিছুই শুরু করে দিয়েছে। বাংলার অবস্থাটাও ঠিক এমনই। একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিন অন্তর অন্তর রাজ্যে আসছেন দলের প্রচার করে মনোবল চাঙ্গা করতে, তেমনি অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। সুতরাং লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা কার্যত স্পষ্ট।
এমন আবহাওয়ায় এদিন সকালে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক থেকে ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানান যে আগামী এপ্রিল মাস থেকে আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের ৭৫০ টাকা করে বেতন বৃদ্ধি করা হচ্ছে। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে তিনি চিরকাল মানুষের সেবা করতে চান। শেষ করেন ‘জয় হিন্দ! জয় বাংলা’ স্লোগান দিয়ে।
তবে এখানেই শেষ নয়। বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পর তিনি আবারও ভিডিয়ো বার্তা দেন। ব্রিগেডে ‘জনগর্জন’ সভার প্রচার করলেন তৃণমূল সুপ্রিমো। তার সঙ্গে সঙ্গে এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বাংলার ধৈর্য ও সৌজন্যতাকে একেবারেই দুর্বলতা মনে করা উচিত নয়। বহিরাগত জমিদারদের জায়গা আগামী ১০ই মার্চ বুঝিয়ে দিতে হবে। এদিন একটি ঐতিহাসিক ঘটনা ঘটবে।” এরপরই অভিযোগ করে তিনি বলেন, “বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্কৃতির নামে বাংলাকে ভাগ করে দেওয়ার চেষ্টা চলছে। আধার কার্ড বন্ধের নামে এনআরসি-সিএএ চালু করার চেষ্টা চলছে। কিন্তু আমরা এই চক্রান্ত একেবারেই মানবোনা। আসুন এই সমাবেশের মাধ্যমে আমরা এর বিরুদ্ধে গর্জন করি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো।”