দেবজিৎ মুখার্জি: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য। এদিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে আরো অনেকে। তবে এদিন তাঁর স্মৃতিসৌধের জায়গা নিয়ে রাজনৈতিক তর্কে জড়ায় গেরুয়া ও হাত শিবির। কংগ্রেসের বক্তব্য মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জন্য জমির অনুরোধ প্রত্যাখ্যান করেছে বিজেপি, অন্যদিকে বিবৃতি দিয়ে বিজেপির বক্তব্য যে জমি দেওয়া হবে।