দেবজিৎ মুখার্জি: বাংলাদেশে এক কঠিন পরিস্থিতির মাঝেও পালন করা হয় বিজয় দিবস। সেই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যাতে উপস্থিত ছিলেন ভারতের প্রতিনিধিরাও। তবে অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশ করার সময় একবারও ভারতের নাম উল্লেখ করলেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহাম্মদ ইউনুস। যদিও হিন্দুদের নিরাপত্তার আশ্বাস দেন তিনি এবং পাশাপাশি বলেন ‘নয়া বাংলাদেশ’ গড়ার কথা।
ইউনুস বলেন, “আজ সমগ্র বাঙালি জাতির এটা অত্যন্ত গর্বের দিন। পাকিস্তানি হানাদার বাহিনীর অস্ত্রের সামনে খালি হাতে রুখে দাঁড়িয়ে লড়াই করে নিজেদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করা হয়েছিল। তবে এটি বিশেষ বিজয় দিবস। ছাত্র-যুবরা পৃথিবীর সবচেয়ে ঘৃণ্যতম স্বৈরাচারী শাসককে দেশ ছাড়তে বাধ্য করেছিল। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের আহ্বান জানালাম আজ এই বিজয় দিবস অনুষ্ঠান থেকে। নতুন বাংলাদেশ তৈরির শুভ সূচনা হলো।”
তিনি আরো বলেন, “চারিদিকে অপপ্রচার এবং ভুল তথ্য ছড়ানোর চেষ্টা চলছে যাতে বাইরের দেশে অস্বস্তিতে পড়তে হয় ঢাকাকে। কিন্তু দিনের শেষে তাতে কোন লাভ হয়নি। ‘নয়া বাংলাদেশে’ কাউকেই আতঙ্কে থাকতে হবেনা। সে সংখ্যাগরিষ্ঠ হোক কি সংখ্যালঘু। এই ‘নয়া বাংলাদেশে’ সমস্ত অসম্ভবকে সম্ভব করে তুলবে।” নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “চলছে প্রয়োজনীয় সংস্কার। যদি সব ঠিক থাকে তাহলে ২০২৫ শেষ হওয়ার আগেই নির্বাচন হবে। কিন্তু যদি আরো সংস্কারের প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে হয়তো পিছিয়েও দেওয়া হতে পারে।”