দেবজিৎ মুখার্জি: বর্তমানে রাজনৈতিক হিংসায় উত্তাল গোটা বাংলাদেশ। প্রতিনিয়ত কোথাও না কোথাও থেকে উঠে আসছে হিংসার চিত্র। এখানেই শেষ নয়, উস্কানিমূলক মন্তব্যও করতেও পিছু হটছেন না বিএনপি নেতারা। এমন পরিস্থিতিতে খুলনার রেল স্টেশনে ভেসে উঠলো শেখ হাসিনার সমর্থনে বার্তা, যার জেরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এলাকায়। এছাড়া দীর্ঘ ৭ বছর পর ফের মানুষের মাঝে আসতে চলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে বার্তা ভেসে ওঠায় অবরোধ করা হয় স্টেশনে এবং এক অপারেটর আসলামকে গ্রেফতার করা হয়। যদিও রাত্রিবেলায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তবে আসলাম দাবি করেছেন যে তিনি নির্দোষ এবং হ্যাক করা হয়েছে বিলবোর্ডটি। এছাড়া খুলনা রেলওয়ে থানার ওসি ফিরদৌস আলম খান জানান যে তদন্ত হবে গোটা ঘটনার এবং সেই অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে আসলামের বিরুদ্ধে।
অন্যদিকে, দীর্ঘ ৭ বছর পর ফের মানুষের মাঝে আসতে চলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সূত্র মারফত জানা গিয়েছে যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের আমন্ত্রণে তিনি আগামী ২১ ডিসেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি, সমাবেশে উপস্থিত থাকার কথা তাঁর পুত্র তারেক রাহমানেরও।