দেবজিৎ মুখার্জি: মঙ্গলবার ৩রা ডিসেম্বর হলোনা চিন্ময় প্রভুর জামিনের মামলার শুনানি। তার পরিবর্তে পিছিয়ে গেল আরো এক মাস। মামলার পরবর্তী শুনানি ২রা জানুয়ারি। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট মহলে বক্তব্য যে প্রাণভয়ে কোন আইনজীবী আদালতে হাজির হননি প্রশ্ন করতে। ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাস দাবি করেছেন, “চিন্ময় প্রভুর আইনজীবীর উপরে মৌলবাদীদের হামলার পর আতঙ্কে চট্টগ্রাম আদালতে আসেননি কোনও আইনজীবী।” যদিও সরকারি আইনজীবির বক্তব্য, “শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে চিন্ময় প্রভুকে বলার সুযোগ দেওয়ার জন্য এবং এর থেকে প্রমাণিত যে ন্যায়বিচার আছে দেশে।”