দেবজিৎ মুখার্জি: গত শুনানিতেও চূড়ান্ত সিদ্ধান্তে আসা গেলোনা ২৬ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে। যদিও এসএসসির তরফ থেকে আদালতে জানিয়ে দেওয়া হয় যে যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে চিহ্নিত করা সম্ভব। রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করা হয় যে তা করা হলে রাজ্যের সম্মতি আছে কিনা। পাল্টা রাজ্যের আইনজীবীর বক্তব্য যে রাজ্য সরকার রাজি। অন্যদিকে, ওএমআর শিট সংক্রান্ত বিষয়েও আলোচনা করা হয়। তবে দিনের শেষে শীর্ষ আদালতের তরফ থেকে ইঙ্গিত দিয়ে দেওয়া হয় যে যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা না করতে পারলে, ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করে দেওয়া হতে পারে।