দেবজিৎ মুখার্জি: উপাসনাস্থল আইনের বেশ কিছু ধারাকে চ্যালেঞ্জ করার মামলার শুনানিতে নিজের সিদ্ধান্তের কথা শোনালো সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়ে যে আপাতত বন্ধ রাখতে হবে দেশের সমস্ত ধর্মীয় স্থানে সমীক্ষা। এখানেই শেষ নয়, আদালত এটাও জানিয়ে দেয় এমন জাতীয় কোনও মামলা দায়ের হলেও কোনও আদালতে তার শুনানি হবেনা।
বেঞ্চের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, “আপাতত বন্ধ রাখতে হবে দেশের সমস্ত ধর্মীয় স্থানে সমীক্ষা। এই জাতীয় যদি কোন নতুন মামলা দায়ের হয়, তার শুনানিও হবেনা কোন আদালতে।” জানা গিয়েছে, আপাতত চার সপ্তাহের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা মেনে চলতে হবে।
উল্লেখ্য, একাধিক মসজিদে এই মুহূর্তে সমীক্ষা চলছে আদালতের নির্দেশে। তবে গত মাসে ঘটে একটি ভয়াবহ খন্ড। সম্ভলের একটি মসজিদে সমীক্ষা চলাকালীন অশান্তি সৃষ্টি হয় এবং এতে মৃত্যু হয় তিনজনের। পাশাপাশি, বাংলাদেশেও ভাঙ্গা হচ্ছে হিন্দু মন্দির এবং লাগাতার নির্যাতনের শিকার হচ্ছে সেখানকার হিন্দুরা। এমন পরিস্থিতিতেই মনে করা হচ্ছে এমন সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত।