দেবজিৎ মুখার্জি: প্রশ্নফাঁস সহ অন্যান্য দুর্নীতি রুখতে এনটিএকে নিট-ইউজি পরীক্ষা আয়োজনের দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র। সংসদে দাঁড়িয়ে এমনটি জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি সাফ জানিয়ে দেন যে শুধুমাত্র উচ্চশিক্ষার জন্য বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার আয়োজনে থাকবে তারা। পাশাপাশি, তিনি এটাও জানান যে ২০২৫ সালের ডাক্তারি প্রবেশিকা নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তা নিয়ে আপাতত স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে। এছাড়াও তিনি জানান প্রযুক্তিনির্ভর পরীক্ষা ব্যবস্থা করার এবং এনটিএ পরিকাঠামো সাজানোর কথা।