দেবজিৎ মুখার্জি: মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল পেশ করলেন ‘এক দেশ এক নির্বাচন’ বিল। এরপরই বিরোধিতায় সরব হন ইন্ডিয়া জোটের সাংসদরা। সকলেরই বক্তব্য যে গণতন্ত্রের উপর আঘাত আনার চেষ্টা করছে কেন্দ্র। তবে ডিভিশন ভোটে বিল পাশের ক্ষেত্রে জয় পায় কেন্দ্র। পক্ষে পড়ে ২৬৯টি এবং বিপক্ষে ১৯৮টি ভোট। যদিও এখনো প্রয়োজন রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষেই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা।