দেবজিৎ মুখার্জি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও ইডি মামলায় জামিন পেয়েছেন তিনি। পথের কাঁটা হয়ে রয়েছে সিবিআই মামলা। তবে জামিনের নির্দেশ কার্যকরের আগে বেশকিছু শর্তপূরণ করতে হবে। শীর্ষ আদালতের তরফ থেকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। ১লা ফেব্রুয়ারির মধ্যে কার্যকর হবে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের নির্দেশ।
সুপ্রিম কোর্টের বক্তব্য, “৩১ ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করার পাশাপাশি যেই সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা থাকছে, তাঁদের বয়ানও রেকর্ড করতে হবে। যাবতীয় সব তথ্য জোগাড় করার পরই কার্যকর হবে জামিনের নির্দেশ। ১লা ফেব্রুয়ারির মধ্যে শর্তগুলি পূরণ করতে হবে। তবে জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী হতে পারবেন না। তিনি দায়িত্ব সামলাতে পারবেন বিধায়ক পদের এবং প্রভাবিত করতে পারবেন না সাক্ষীদের।”
জামিনের নির্দেশ প্রসঙ্গে নিয়োগ মামলায় মূল মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “কোনও ব্যক্তিকে ট্রায়াল চলাকালীন জেলে রাখা সম্ভব নয় অনির্দিষ্ট কালের জন্য। কিন্তু পার্থর ক্ষেত্রে বিচার সম্পূর্ণ করা উচিত হেফাজতে রেখে। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। এবার দ্রুত বিচার সম্পন্ন করার দায় তদন্তকারী সংস্থা এবং রাজ্য সরকারের। সহযোগিতা রাজ্য করছেনা। এমন মানুষ জামিন পেয়ে যান তদন্তকারী সংস্থা উপযুক্ত নথি না দিলে ও রাজ্য সরকার প্রয়োজনীয় অনুমতি না দিলে। এটা কোনভাবেই কাঙ্খিত নয়।”