দেবজিৎ মুখার্জি, কলকাতা: মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে বহিষ্কৃত হওয়া অভীক-বিরুপাক্ষকে দেখা যাওয়ার পর তাদের সরানোর দাবি তুলে মেডিক্যাল কাউন্সিলের সামনে অবস্থানে বসে পাঁচটি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ। সারারাত অবস্থান চলতে দেখে সকালে পুলিশ এসে ত্রিপল খুলতে শুরু করেন এবং এরপরই শুরু হয় আন্দোলনকারীদের সঙ্গে বচসা। চিকিৎসক সংগঠনের নেতা বিপ্লব চন্দ্রের বক্তব্য, “জোর করে পুলিশ ত্রিপল খুলে দেয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”