দেবজিৎ মুখার্জি: ওয়ানড়ে জয়ের পর সংসদে প্রথমবার ভাষণ দিলেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তবে প্রথম ভাষণেই তিনি লাগিয়ে দিলেন তাক। একেবারে অভিষেক ম্যাচে শতরান করার মতো একটি কীর্তি করে দেখালেন সোনিয়া গান্ধী কন্যা। মোদি জামানায় সংবিধানের রক্ষাকবচ দুর্বল হওয়ার পাশাপাশি তিনি তুলে ধরলেন উন্নাও-হাতরাস ধর্ষণ কান্ড ও সম্বলের মসজিদে সমীক্ষা চালানো ধীরে অশান্তির মতো বিষয়গুলিও।
নিজের ভাষণে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “মোদি সরকারের আমলে গত ১০ বছরে বেশ দুর্বল হয়েছে সংবিধানের রক্ষাকবচ। গত লোকসভা নির্বাচনে যদি আসন সংখ্যা বৃদ্ধি পেতো এনডিএর, তাহলে দেশের সংবিধান নিশ্চয়ই বদলে দিত তারা।” এরপর আদানি ইস্যু নিয়ে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, “সরকার গোটা দেশের মানুষকে ঠকিয়ে একজন ব্যক্তিকে সুবিধা দিয়েছে। এছাড়া ভুয়ো মামলা দায়ের করে বিরোধী দলগুলি নেতাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে।”
নিজের মেয়ের প্রথম ভাষণ শুনতে এদিন লোকসভার গ্যালারিতে হাজির ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। যেভাবে বোন নিজের বক্তব্য তুলে ধরেছেন, তা দেখে খুশি হয়েছেন রাহুল গান্ধীও। এখানেই শেষ নয়, ভাষণ শেষ হতে তিনি এগিয়ে এসে বোনকে শুভেচ্ছাও জানান। পাশাপাশি, এদিন বিজেপি সাংসদদেরও প্রিয়াঙ্কা গান্ধীর কথা মন দিয়ে শুনতে দেখা যায়।