দেবজিৎ মুখার্জি: বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানাতে রাজ্যজুড়ে প্রতিবাদ অব্যাহত। একদিকে কলকাতায় প্রতিবাদ মিছিলে অংশ নেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। নগেন্দ্র মঠ ও মিশনের আয়োজিত এই মিছিলে পা মেলান তিনি। মিছিল বের হয় সুকিয়া স্ট্রিট থেকে। অন্যদিকে, কাঁথিতে সনাতনী হিন্দু সমাজের মিছিলে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও আরো একাধিক জায়গায় মিছিলের আয়োজন করা হয়েছিল।