দেবজিৎ মুখার্জি, কোচবিহার: কোচবিহারকে আলাদা রাজ্য করার দাবি তুলে ফের ‘রেল রোকো’ আন্দোলনে নামলো গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সংগঠনের শীর্ষ নেতা বংশীবদন বর্মণ কর্মী-সমর্থকদের নিয়ে মঙ্গলবার রাত থেকেই অসম-বাংলা সীমানায় জোড়াই রেলস্টেশনে জমায়েত শুরু করেন এবং বুধবার ভোরের আলো ফুটতেই হাতে ফেস্টুন, পোস্টার নিয়ে রেলপথে বসে পড়েন তাঁরা এবং স্লোগান দিতে শুরু করেন।
এর জেরে মারাত্মক সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। এখানেই শেষ নয়, নিউ জলপাইগুড়ি-গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস, বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন বাতিল করতে হয়। এছাড়া ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, আনন্দবিহার অরুণাচল এক্সপ্রেস, নয়াদিল্লি এক্সপ্রেস এবং কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেস ঘুরপথে যাত্রা করে। অবশেষে, নিউ কোচবিহার স্টেশন থেকে যাত্রীদের বাসে করে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ঘটনা প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তিনি সাফ জানিয়েছেন, “রাজ্য ভাগ কোনভাবেই সমর্থন করা হবেনা। রেল আটকে যা করেছে সেটাও মেনে নেওয়া যায়না। যদিও এটা রেল প্রশাসনের ব্যাপার, তবে রাজ্যের থেকে রেল সচল রাখতে চাইলে সাহায্য পাবেন।” এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, “আগেও তারা এমন কাজ করেছে। একবার তো কোচবিহার শহর ঘেরাও করার ডাক দিয়েছিল। নিজেদের প্রাসঙ্গিক করে রাখতে ওরা মাঝেমধ্যেই এমন কাজ করে।” অন্যদিকে, সংগঠনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত সরকার সিদ্ধান্ত না জানানো পর্যন্ত রেল অবরোধ চলবে।