দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনিবার অক্সফোর্ড বুকস্টোরে এপিজে বাংলা সাহিত্য উৎসব এবং ছায়ানটের যৌথ উদ্যোগে আয়োজিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপর কুইজ প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, আলিপুর জুয়ের ডেপুটি ডিরেক্টর পিয়ালি চ্যাটার্জি, ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক, মতিলাল ঘোষ লাইব্রেরির সম্পাদক সন্দীপ দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। বিশিষ্ট লেখক দেবাশীষ সরকার ছিলেন কুইজ সঞ্চালনার দায়িত্বে।
এদিন একটি হাড্ডাহাড্ডি কুইজ প্রতিযোগিতার সাক্ষী হন উপস্থিত অতিথি থেকে শুরু করে দর্শকেরা। সকলেই আনন্দের সঙ্গে তা উপভোগ করেন। প্রথম স্থানাধিকারী হন শৌভিক ধর। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। দ্বিতীয় স্থানাধিকারী হন ঋষভ দাস। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আলিপুর জুয়ের ডেপুটি ডিরেক্টর পিয়ালি চ্যাটার্জি। তৃতীয় স্থানাধিকারী হন শঙ্কর চ্যাটার্জি। তাঁকে পুরস্কৃত করেন মতিলাল ঘোষ লাইব্রেরির সম্পাদক সন্দীপ দত্ত। সকলেই প্রশংসা করেন প্রতিযোগীদের লড়াইয়ের এবং দাবি করেন যে এই প্রতিযোগিতায় আসতে পেরে তাঁরা খুশি।
এই প্রসঙ্গে ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক বলেন, “এই প্রথমবার আমরা কলকাতাতে নজরুল কুইজ আয়োজন করেছি। আমরা আনন্দিত কারণ এতটা সাড়া যে পাবো, তা সত্যিই ভাবতে পারিনি। অনেক তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এই কুইজে অংশগ্রহণ করেছেন প্রতিযোগী হিসেবে এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। জয় ও পরাজয়ের ব্যবধান খুবই অল্প ছিল। সকলেই অংশগ্রহণ করার আগে বেশ ভালো করে প্রস্তুতি নিয়েছেন। শুধু কুইজের আয়োজন করাই আমাদের আসল উদ্দেশ্য নয়, আমাদের আসল উদ্দেশ্য ছিল নজরুলকে জানা, চেনা এবং নিজেদের সমৃদ্ধ করা।”
তিনি আরো বলেন, “অনেকে আছেন যাঁরা অংশগ্রহণ করা সত্ত্বেও প্রথম রাউন্ডেই বেরিয়ে যান কিন্তু তাঁরা শেষ পর্যন্ত কুইজটি দেখে এবং নজরুল সম্পর্কে ভালো করে সবকিছু জেনে নেন। সকলেই আমাদের জিজ্ঞেস করছেন আবারএমন প্রতিযোগিতা কবে হবে। আশা করছি আগামীদিনে আমরা নজরুলকে নিয়ে কুইজ আয়োজন করতে পারবো। বৃষ্টিকে উপেক্ষা করে সকলে যে এসেছেন এবং এই আগ্রহটা আমরা দেখতে পেয়েছি, তাতে আমরা অত্যন্ত খুশি।”