দেবজিৎ মুখার্জি: গাবা টেস্টে পঞ্চম দিনেও নামলো বৃষ্টি এবং এর জেরে ম্যাচ হলো ড্র। অল্প কয়েকটি ওভার খেলা হয়। ৯ উইকেটে ২৫২ রান নিয়ে খেলতে নেমে ২৬০ রানে অলআউট হয়ে যায় ভারত। এরপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলে, তাদের হিমশিম খাইয়ে দেয় ভারতের পেস বোলিং আক্রমণ। একশো রানের গন্ডি ছোঁয়ার আগেই ৭টি উইকেট হারায় তারা। অবশেষে ৭ উইকেটে ৮৯ রানে ইনিংস ঘোষণা করে দেয়। এরপর ভারত ব্যাট করতে নেমে করে বিনা উইকেটে ৮। ম্যাচের সেরা ঘোষণা করা হয় ট্র্যভিস হেডকে।