দেবজিৎ মুখার্জি: বাংলাদেশে হিন্দু নির্যাতন ইস্যুতে কেন্দ্রের উপর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রাখলেও, একেবারেই সন্তুষ্ট নয় সংঘ। আরএসএস মুখপাত্র সুনীল আম্বেকর জানিয়েছেন যে এই বিষয়টি কেন্দ্রের গুরুত্ব নিয়ে দেখা উচিত। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে এমন নৃশংস অত্যাচার একেবারেই বরদাস্ত করবেনা সংঘ কারণ এমন ঘটনা চলতে দিলে আগামী প্রজন্ম তাদের থেকে উত্তর চাইবে।
বুধবার দীঘায় জগন্নাথ মন্দির পরিদর্শন করতে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যবাসীকে জানান উদ্বোধনের দিনক্ষণ। এরপর বাংলাদেশ ইস্যুতে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন এবং বলেন, “ওখানকার অশান্তিকে হাতিয়ার করে একদল বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আমরা হিন্দুদের উপর এই নির্যাতন কখনোই মেনে নেবোনা। ব্যবস্থা করছে ভারত সরকার এবং খোলাই রয়েছে বর্ডারগুলো। ভিসাও পাওয়া যাচ্ছে। বাংলায় চলে আসুন যারা আক্রান্ত হচ্ছেন।”
তবে মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রাখলেও কেন্দ্রের পদক্ষেপে একেবারেই খুশি নয় সংঘ। আরএসএস মুখপাত্র সুনীল আম্বেকর বলেন, “কেন্দ্রের গুরুত্ব দিয়ে দেখা উচিত বিষয়টি। নিন্দা করা ছেড়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত। পাকিস্তানেও একই ঘটনা ঘটছে। আমরা এটা একেবারেই বরদাস্ত করবোনা নাহলে পরবর্তী প্রজন্ম আমাদের প্রশ্ন করবে।”