দেবজিৎ মুখার্জি, কলকাতা: ৯০ দিন পরেও সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় জামিন দেওয়া হলো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। শিয়ালদহ আদালতে ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় দুজনকে। তবে আর্থিক দুর্নীতি মামলায় জড়িয়ে থাকার কারণে এই মুহূর্তে জেলমুক্তি হচ্ছেনা সন্দীপ ঘোষের। কিন্তু অভিজিৎ মন্ডল জেল থেকে ছাড়া পেয়ে যাবে।
এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দেন অভয়ার পরিবারের সদস্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভয়ার মা বলেন, “খুবই হতাশ। আমাদের কারোর কিছু বলার নেই। ৯০ দিনের মধ্যে চার্জশিট না দিতে পারায় দুজনকে জামিন দেওয়া হয়। কি আর বলার আছে?” সিবিআইকে আক্রমণ করে তিনি বলেন, “আমি তো আর সিবিআই নই। যদি হতাম তাহলে আমিই কাজটা করে দিতাম।”
পাশাপাশি, সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে জুনিয়র ডক্টরস ফ্রন্টও। সাংবাদিক সম্মেলন করে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, “সিবিআইকেই ব্যর্থতার দায় নিতে হবে। নাগরিক সমাজ বৃহত্তর আন্দোলনের ডাক দিক।” অন্যদিকে, আরেক জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া বলেন, “শুধু আমাদের বা অভয়া দিদির পরিবারকে নয়, সমগ্র রাজ্যবাসীকে ব্যর্থতার জবাব দিতে হবে সিবিআইকে। আমার নাগরিক সমাজের কাছে অনুরোধ আপনারা রাজপথ ছাড়বেন না।”