দেবজিৎ মুখার্জি: ২০১৩ সালের খাদ্য সুরক্ষা আইন মোতাবেক এক স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে কেন্দ্র সরকারকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হলো যে বিনামূল্যে রেশনের পরিবর্তে কর্মসংস্থানের দিকে নজর দেওয়া উচিত কেন্দ্রের। এখানেই শেষ নয়, এটাও জানিয়ে দেওয়া হয় যে রাজ্য সরকারগুলি বেশি বেশি রেশন কার্ড বিলি করবে যদি দেশজুড়ে বিনামূল্যে রেশন দেওয়ার প্রবণতা বাড়ে।
শীর্ষ আদালতের বক্তব্য, “এভাবে যদি গোটা দেশে বিনামূল্যে রেশন দেওয়ার প্রবণতা বাড়তে থেকে, তাহলে সাধারণ মানুষদের মন জয় করতে বেশি করে রেশন কার্ড বিলি করবে রাজ্য সরকারগুলি। কার্ড দিলেও রেশন দেওয়ার দায়িত্ব যে কেন্দ্রের, তা রাজ্য সরকারগুলি বেশ ভালো করেই জানে।”
সুপ্রিম কোর্ট আরো জানায়, “অধিকাংশ রাজ্যই টাকার অভাবের কথা তুলে ধরবে যদি দায়িত্ব নিয়ে রেশন দিতে বলা হয়। কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত কেন্দ্রের, শুধুমাত্র বিনামূল্যে রেশন না দিয়ে। এর ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে এবং বিনামূল্যে রেশনের দিকে তাদের তাকাতেও হবেনা।”