কি হলো আজ সারাদিন?
নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতায় ইডি হানা! আর কি পর্দা ফাঁস হতে চলেছে?
আসন্ন লোকসভা নির্বাচনের আগে, শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্তে, ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার, অর্থাৎ ৮ই মার্চ, সকালে তারা এসে পৌঁছয় কলকাতার রাজারহাট-নিউটাউন ও নাগেরবাজার এলাকায়।
জানা গিয়েছে যে নিউটাউনের পাথরঘাটা এলাকায় ইডি যেই পার্শ্বশিক্ষকের বাড়িতে হানা দেন, তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। নাম আব্দুল আমিন। এছাড়া রাজারহাট এলাকারই আরেক ব্যক্তি যার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা উপস্থিত হয়েছেন, তিনি জমি কেনা-বেচা ব্যবসার সঙ্গে যুক্ত, বলে দাবি সূত্রের। অন্যদিকে, নাগেরবাজার এলাকার যেই ব্যক্তির বাড়িতে ইডি এসেছেন, তিনি হিসেবরক্ষক। স্থানীয় সূত্রের বক্তব্য, নাগেরবাজার এলাকাতেই তাঁর বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হাত লাগে তাদের।
লোকসভা নির্বাচনের আগে গ্যাসের দাম কমালো কেন্দ্র, কটাক্ষ তৃণমূলের
শুক্রবার, অর্থাৎ ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এদিন গোটা দেশবাসীকে খুশির খবর দিলো কেন্দ্র সরকার। প্রতি সিলিন্ডারে গ্যাসের দাম ১০০ টাকা করে কমানোর ঘোষণা করা হলো তাদের তরফ থেকে। রাত পোহালেই কার্যকর হবে নতুন দাম। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসতেই বড় স্বস্তি পেল আমজনতা। নিজের এক্স হ্যান্ডেল থেকে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, “এই ঐতিহাসিক সিদ্ধান্তে লাভ হবে দেশের নারী শক্তির। সুবিধার পাশাপাশি সহজ হয়ে যাবে তাদের জীবনযাত্রা।”
তবে লোকসভা নির্বাচনের আগেই গ্যাসের এই দাম কমানো একেবারেই সহজভাবে নেয়নি তৃণমূল কংগ্রেস। দলের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয় যে বর্তমান প্রধানমন্ত্রী একজন ‘ভোট মন্ত্রী’।
দলের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে বলেছেন, ‘‘গতবছর প্রধানমন্ত্রী দাম কমিয়েছিলেন রাখিবন্ধনের দিন এবং এই বছর তিনি কমালেন আন্তর্জাতিক নারী দিবসের দিন। মাঝের সাত মাস কেন পদক্ষেপ নেওয়া হলোনা?” অন্যদিকে শান্তনু সেন জানিয়েছেন, “২০১৪ সালে মোদী আসার আগে গ্যাসের দাম ছিল ৪০০ টাকা এবং উনার আমলে সেটা গিয়ে দাঁড়ালো ১২০০ টাকায়। এরকম আগেও সকলে দেখেছে। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে দুমাস পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি এবং নির্বাচন শেষ হতেই তা বেড়ে যায়। এখন ১০০ টাকা কমিয়েছে, ভোটার পর ২০০ টাকা বেড়ে যাবে।”
আদালতে জয় বিজেপির! তৃণমূলে ব্রিগেডের দিন সন্দেশখালিতে করতে পারবে সভা
ফের কলকাতা হাইকোর্টে জয় বঙ্গ বিজেপির। সন্দেশখালিতে, তৃণমূলে ব্রিগেডের দিন, সভা করার অনুমতি পেলো গেরুয়া শিবির। তবে চাপলো বেশকিছু শর্ত। প্রথমত, যেই জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করতে চেয়েছিলেন, সেখানে তিনি তা করতে পারবেন না। তার পরিবর্তে সভা হবে ন্যাজাটের দক্ষিণ আক্রাতলায় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। দ্বিতীয়ত, তিনি কোনরকমের কোনো উস্কানিমূলক মন্তব্য করতে পারবেন না।
তৃণমূলের ব্রিগেডের দিন সন্দেশখালিতে সভা করার কথা ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু অনুমতি মেলেনি রাজ্যের তরফ থেকে এবং সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হন এবং মামলা ওঠে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে। এদিন শুনানি চলাকালীন রাজ্যের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, “সভা করতে না দিয়ে কাকে আড়াল করার চেষ্টা করছেন? মামলা করার আগেই বা কেন সেখানে ১৪৪ ধারা জারি করা হয়? সভা রুখতেই কি এটা করা হয়েছে?
ফের কর্নাটকে হিজাব বনাম গেরুয়া পোশাক, কলেজ চত্বরে বিক্ষোভ একদল ছাত্রীর
আবারো কর্নাটকে জন্ম নিলো হিজাব ও গেরুয়া পোশাক লড়াই। ঘটনাটি ঘটে হাসানের বিদ্যা সৌধ কলেজে যখন এক ছাত্রী হিজাব পড়ে আসে। কলেজ কর্তৃপক্ষ এই প্রসঙ্গে জানিয়েছেন যে সেই ছাত্রীর কানের কোন সমস্যার জন্য একটি কাপড় মাথায় জড়িয়ে এসেছিলেন এবং সেটি হিজাব নয়। পাশাপাশি, এটাও জানানো হয়েছে যে সেই ছাত্রী পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে এবং তারা আশ্বাস দিয়েছে যে আগামী দিনে এমন হবেনা।
তবে এরপরেই শুরু হয় বিক্ষোভ। বেশ কয়েকজন ছাত্রী মাথায় গেরুয়া রঙের শাল জড়িয়ে কলেজে আসতে শুরু করেন এবং কেন এক ছাত্রী হিজাব পড়ে আসবেন, এই প্রশ্ন তুলে বিক্ষোভও দেখায় কলেজ চত্বরে। যদিও তাদেরও বিক্ষোভ থামাতে বলা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে।
‘আমি প্রস্তুত ছিলাম’ অর্ধশতরান করে জানালেন দেবদত্ত পাদিক্কাল
ধর্মশালায় দাপট অব্যাহত টিম ইন্ডিয়ার। দ্বিতীয় দিনের শেষে বড় ব্যবধানে এগিয়ে গেল ‘মেন ইন ব্লু’। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২১৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৮ উইকেটে ৪৭৩। অর্থাৎ ২৫৫ রানে এগিয়ে তারা। সৌজন্যে ব্যাটারদের দাপট। এদিন নিজের অভিষেক টেস্টেই অর্ধশতরান হাকিয়েছেন দলের তরুণ ক্রিকেটার দেবদত্ত পাদিক্কাল। ১০৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান তিনি, যার মধ্যে রয়েছে দশটি চার এবং একটি ছয়।
দ্বিতীয় দিনের খেলার শেষে দেবদত্ত পাদিক্কাল মুখোমুখি হন একটি সাক্ষাৎকারে এবং জানান নিজের অনুভূতির কথা। তিনি বলেন, “গতকাল আমি মেসেজ পাই যে আমাকে হয়তো খেলানো হতে পারে। এই সুযোগগুলো খুব কমই আসে, তবে আমি প্রস্তুত ছিলাম। প্রথমদিকে পরিস্থিতিটাও একটু চ্যালেঞ্জিং ছিল এবং ঘাবড়েও ছিলাম। সামনে জেমস অ্যান্ডারসন ও বেন স্টকসের মতো বিধ্বংসী বোলার ছিল। তবে কোনকিছু চিন্তা না করে আমি সেই মুহূর্তে মনোযোগ দিয়েছিলাম সারফারাজের সঙ্গে পার্টনারশিপ তৈরি করতে। তবে ধীরে ধীরে ছন্দে আসি।”
এরপরই পাদিক্কাল জানান যে কিভাবে দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শ তাঁর কাজে আসে। তিনি বলেন, “দেখুন ব্যাপারটা সহজ হয়ে ওঠে যখন আপনার অভিষেক ম্যাচে আপনার সঙ্গে থাকে চেনা মুখরা। বিশেষ করে রাহুল স্যারের পরামর্শ আমার খুব কাজে লেগেছে। উনি আমাকে জানান যে প্রথম ১০-১৫ মিনিট হয়তো একটু চাপ বোধ হবে, কিন্তু আমি যেন কোনকিছু চিন্তা না করে ঠান্ডা মাথায় ব্যাট করি। তবে আমার মনে হয় যে আমরা আরও ভালো করতে পারতাম, বিশেষ করে শেষ সেশনে আমরা আরেকটু টানতে পারতাম। আমাদের দলে তিনজন বিধ্বংসী স্পিনার আছে, যারা আগামীকাল প্রয়োজনীয় কাজটা করে দেবে।”
‘ওনার জন্য জটিলতা তৈরি হয়েছে’, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় ক্ষুব্ধ এসএলএসটি চাকরিপ্রার্থীরা
রাজনীতিতে নেমে শুরুতেই ধাক্কা খেলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বঙ্গ বিজেপিতে যোগদান করা একেবারেই ভালো চোখে নেয়নি একাংশ এসএলএসটি চাকরিপ্রার্থী। এখানেই শেষ নয়, রীতিমতো কটাক্ষের সুর শোনা যায় তাদের মুখে। তাদের অভিযোগ যে প্রাক্তন বিচারপতি তাদের ভবিষ্যৎ নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। এখানেই শেষ নয়, তারা আরো দাবি করেছে যে তাঁর জন্য জট বাড়ায় চাকরি পাননি তারা।
এক চাকরিপ্রার্থী শহীদুল্লা বলেন, “আমাদের উনি দালাল বলেছেন এবং আমাদের ধর্না মঞ্চ নিয়েও প্রশ্ন করেছেন। আমরা ২০২৩ সালেই চাকরিটা পেয়ে যেতাম কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত। আরো জটিলতা তৈরি হয়েছে সিবিআই তদন্তের নির্দেশের জন্য। উনি বিজেপিতে যোগদান করার পর রীতিমত রাজনীতিকের মতো কথা বলছেন। আমরা ওনাকে ভগবান মনে করিনা।”
যদি অবসরপ্রাপ্ত বিচারপতিকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি এই বিষয় নিয়ে মুখ খুলবেন না। পাশাপাশি, তিনি এটাও স্পষ্ট করে দেন যে কিছু বলার থাকলে তিনি পরে বলবেন। তবে কটাক্ষ করতে পিছু হাটেননি তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন, “দেখুন চাকরিপ্রার্থীদের সমস্যা বেড়েছে আইনি জটের জন্য। ওরা এখন নিজেদের কষ্টের কথা বলছে। বিচারপতি চেয়ারে বসে উনি বিজেপির হয়ে কাজ করেছেন। উনি এগুলো করেছেন যাতে বিজেপির নজরে ভালো হয়ে থাকতে পারে।”
গ্রেফতারের পর এই প্রথমবার মুখ খুললেন শাহজাহান, ফের করা হবে তাকে জেরা
সন্দেশখালি কান্ডকে ঘিরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ৫৬ দিন বাদ সেখানকার বেতাজ বাদশা শেখ শাহজাহান ধরা পড়লেও, এখনো শেষ হচ্ছেনা বিতর্ক। অব্যাহত রয়েছে সেখানে সেই আতঙ্কের পরিস্থিতি। ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলি একহাত নিয়ে নিয়েছেন রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসকে এই প্রসঙ্গে। যদিও তৃণমূল দাবি করেছে যে সমস্ত অভিযোগ মিথ্যে। পাশাপাশি, আক্রমণ করেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতন ও ধর্ষন নিয়েও।
তবে সন্দেশখালির বাঘ সিবিআইয়ের খাঁচায় আসার পর, পুরোপুরি গেছে দমে। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। শুক্রবার, অর্থাৎ ৮ই মার্চ, নিজাম প্যালেস থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে তাঁকে ঘিরে ধরে সাংবাদিকরা। তাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “এগুলো সব মিথ্যে কথা। আল্লাহ আছেন। একদিন এর বিচার ঠিক হবেই হবে।” যদিও ধৃত তৃণমূল নেতার এই বক্তব্যকে খুব একটা গুরুত্ব দেয়নি রাজনৈতিক মহল।
তবে এখানেই সব শেষ নয়, এদিন শাহজাহান গড়ে ফের জান ইডি আধিকারিকেরা। যদিও এবার তাদের সঙ্গে ছিলেন সিবিআইয়েরও বেশকিছু আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। প্রায় ৫০জনের মতো একটা দল সেখানে যায় এবং শাহজাহানের বাড়িতে ঢোকেন। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করেন এবং ভিডিও অবধি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পাওয়া যাচ্ছেনা শাহজাহানের দুটি মোবাইল, যা তদন্তকারীদের জন্য অত্যন্ত জরুরী। এবার সেগুলি কোথায় তা নিয়ে জেরা করা হবে সন্দেশখালির বেতাজ বাদশাহকে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত আর কি নতুন তথ্য উঠে আসে তদন্তের পর।
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।
/আরো পড়ুন/
তৃণমূল না বিজেপি? ভারত না ইংল্যান্ড? জেনে নিন কি হলো আজ সারাদিন