সকলেই জিনিয়াস কিন্তু যদি আপনি একটি মাছের যোগ্যতা বিচার করেন তার গাছে ওঠার দক্ষতা দিয়ে, তাহলে মাছটি সারাজীবন ধরে নিজেকে বোকাই ভেবে যাবে – যথার্থই বলেছিলেন Albert Einstein। জিনিয়াস রা যুগে যুগে আবির্ভাব হয়ে আরও জিনিয়াস তৈরির আশায় অনেক কিছুই বলে যান বটে কিন্তু তদের সেই কালজয়ী মন্তব্য গুলির খুব সামান্যই ইমপ্লিমেন্টেশন হয় সমাজে। এখনও পর্যন্ত এই ভারতীয় সমাজে অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে কিংবা অ্যাকাডেমিক বিষয় গুলিতে বাচ্চা যদি দূর্বল হয় তাহলে তাকে দূর্বল বুদ্ধির বলেই বিবেচনা করে। বাচ্চাটিও নিজেকে সেইরকমই ভাবতে শুরু করে। এই ধরনের চিন্তা ভাবনার খানিক পরিবর্তন ঘটলেও সার্বিক ভাবে একে নির্মূল করা যায়নি। আমিও হয়ত একই ধারণা নিয়েই চলতাম যদি না Howard Gardner এর Multiple Intelligence এর Theory টি পড়তাম। Psychology এর ছাত্রী হওয়ার সুবাদে এমন অনেক তত্ত্ব পড়ার সুযোগ পেয়েছিলেন যা সত্যিই আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। তার মধ্যে অন্যতম হল Howard Gardener এর Multiple Intelligence এর Theory।
১৯৮৩ সালে Howard Gardner তার বই “Frames of mind : The Theory of Multiple Intelligence” এ বুদ্ধি সম্পর্কে তার তত্ত্ব টি প্রকাশ করেন। Gardner বললেন মানুষের মধ্যে আট রকমের বুদ্ধি থাকে ব্যক্তির বংশগতি ও পরিবেশের উপর নির্ভর করে এক একজনের মধ্যে এক একরকম ভাবে/ মাত্রায় এই আট রকম বুদ্ধি বৃদ্ধি ও বিকাশ লাভ করতে থাকে। এই আট রকম বুদ্ধি স্বাধীন, অর্থাৎ নিজেদের কাজের জন্য এরা বাকি সাত জনের উপর নির্ভরশীল নয়। আসুন দেখে নেওয়া যাক এই আট রকম বুদ্ধি কি কি….
🔹Linguistic Intelligence – অর্থাৎ ভাষাগত বুদ্ধি। আমরা এরকম অনেক মানুষকে চিনি যারা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন। খুব ভালো লেখেন; তা সে গল্প হোক বা কবিতা বা একখানা চমৎকার চিঠি যা আমাদের মনে প্রভাব ফেলতে পারে খুব সহজেই। এনারা ভাষাগত বুদ্ধির অধিকারী। lawyer, lecturer, Writer, lyricist, Journalist -এই পেশা গুলি এনাদের জন্য উপযুক্ত।
🔹Logical and Mathematical Intelligence – এনারা সংখ্যা নিয়ে রিতিমত খেলা করতে পারেন। এছাড়াও যুক্তি দিয়ে কোনও কিছু বিচার করা, বৈজ্ঞানিক গবেষণা, জটিল কোনও বিষয়ের সমাধান খুব সহজেই এনারা করতে পারেন। Mathematician, Philosopher, Physicist, lawyer, Directive এই ধরনের পেশাগুলি এদের পক্ষে উপযুক্ত।
🔹Spatial Intelligence – স্থান, দৈর্ঘ্য, প্রস্থ, আকার, আকৃতি এসব এদের খেলার সঙ্গি। খুব সহজেই স্থানগত বুদ্ধি সম্পন্ন মানুষ জন দূরত্ব, ঘনত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, আকার, আকৃতি এগুলো কোন কিছুর সাহায্য ছাড়াই পরিমাপ করে ফেলতে পারেন এবং এগুলো নিয়ে ইচ্ছা মত কাজ ও করতে পারেন। কারোর আঁকা দেখে আমরা মুগ্ধ হয়ে বলে উঠি “এই তো একদম একরকম, আঁকা নয় মনে হচ্ছে সবটুকু জীবন্ত” এনারা এই বুদ্ধির অধিকারী। Land surveyor, Architect, Engineer, Mechanic, Navigator, Sculpture, Chess player, Choreographer, Aviator এই সকল পেশা গুলি এদের পক্ষে উপযুক্ত।
🔹Musical Intelligence – “শব্দ” সিনেমাটি দেখেছেন? ওখানে যে মানুষটিকে নিয়ে গল্প তাঁর যতরকম যোগ্যতা দেখানো হয়েছে সিনেমমায়, সেই সবরকম যোগ্যতা এই জাতীয় বুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে থাকে। শব্দ এদের প্রান। হাজার রকমের কোলাহলের মধ্যে এরা প্রত্যেকটি শব্দকে আলাদা করতে সক্ষম। বাদ্যযন্ত্রের সুর গুলি আলাদা করা, সুরের মিশ্রণ ঘটানো। তাল, ছন্দ, লয়ের গভীর অনুভব এসবই এদের বৈশিষ্ট্য। Musician, Composer এই সকল পেশা গুলি এদের পক্ষে উপযুক্ত।
🔹Bodily Kinesthetic Intelligence – শরীর ভাঙ্গা, যে কোনো কোণে শরীরকে মুড়ে ফেলা এদের কাছে খেলার মতো। সমস্ত শরীরকে স্থীর রেখে শুধুমাত্র একটি অঙ্গ চালনা করা এদের হস্তগত। Dancer, Athelete, Yoga Instructor এই সকল পেশা গুলি এদের পক্ষে উপযুক্ত।
🔹Inter Personal Intelligence – অন্য মানুষকে চেনার বা বোঝার যে বুদ্ধি। এরা সহজেই সামনের মানুষটির মনোভাব পড়ে ফেলতে পারে। মানুষের চরিত্র বিশ্লেষণ করতে এদের বেশি সময় প্রয়োজন হয় না। Psychotherapist, Teacher, Sales Person, Politician, Religious leader, Social worker, Counselor এই ধরনের কাজেই এরা আনন্দ খুঁজে পাবেন।
🔹Intra Personal Intelligence – এই বুদ্ধির সাহায্য নিয়ে মানুষ নিজেকে চিনতে ও বুঝতে শেখে। কী তাঁর শক্তি, কী তাঁর দূর্বলতা, ভালো লাগা মন্দ লাগা এসব কিছু সম্পর্কে ধারণা লাভ করে। বিষয়টি শুনতে সহজ হলেও মোটেও সহজ নয়। Self Realization একটি সাধনা। এর তাৎপর্য অত্যন্ত গভীর। মুনী, ঋষি গন এই বুদ্ধির অধিকারী হন।
🔹Naturalist Intelligence – এদের আমরা প্রকৃতি প্রেমি হিসাবেই চিনি। কিন্তু আসলে এটিও একটি বুদ্ধি। পৃথিবীর সকল জীবের সাথে নিজেকে একাত্ম করে ফেলা, প্রকৃতির প্রতিটি বিষয়ের প্রতি এক অদম্য আকর্ষণ এদের মধ্যে দেখা যায়। Biologist, Ecologist, Environmentalist, Farmer, Chef এই সকল পেশা গুলি এদের পক্ষে উপযুক্ত।
🔹Existential Intelligence – উপরিউক্ত আটটি বুদ্ধির আলোচনা করার পরবর্তীতে Gardner এই নয় নম্বর বুদ্ধির কথা বলেন। Spirituality বা আধ্যাত্মিকতার সাথে এই বুদ্ধি সম্পর্কযুক্ত। বেদ, উপনিষদের মধ্যে এই বুদ্ধি র উল্লেখ করা আছে।আর এই বুদ্ধিকেই সর্ব শ্রেষ্ঠ বলা হয়েছে। আমি কে, কোথা থেকে এসেছি, মৃত্যুর পর আদৌ কিছু আছে কিনা, থাকলে তা কি ও কেমন, আমার শরীরে প্রাণের উৎপত্তি কিভাবে হল – এই সকল Fundamental questions উত্তর লাভ করার চেষ্টা করেন এরা। যে সকল প্রশ্নের উত্তর আমাদের বিজ্ঞান দিতে পারেনি।অন্যভাবে বলা যায় বিজ্ঞান যেখানে থেমে যায় সেখান থেকে ভাবতে শুরু করেন এরা। এর উপরে Gardner এখনও কাজ করে চলেছেন। ভবিষ্যতে হয়ত আমরা ওনার থেকে আর ও অনেক জ্ঞান লাভ করবো এই আশা রাখি।
স্কুল কলেজের ডিগ্রী প্রয়োজন ঠিক ই কিন্তু ওটাই সব নয়। ঐ কাগজের শিক্ষা থেকে বেরিয়ে এসে মেডিটেশন করুন। নিজের যোগ্যতা কে চেনার চেষ্টা করুন। খুঁজে বের করুন কোন ক্ষেত্রে আপনি বুদ্ধিমান। Gardner বলেছেন – “It’s not how smart you are that matters, what really counts is how you are smart”. অর্থাৎ, তুমি কতটা বুদ্ধিমান সেটা গুরুত্বপূর্ণ নয় বরং গুরুত্বপূর্ণ হল এটা যে তুমি কি ভাবে বুদ্ধিমান।
লেখিকা: সায়নী দাশগুপ্ত