দেবজিৎ মুখার্জি: প্রথম টেস্টে বড় ব্যবধানে জয়ের পর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে পরাজয়ের শিকার হলো টিম ইন্ডিয়া। ১০ উইকেটে ম্যাচ নিজেদের পকেটে পুড়ে নিলো অস্ট্রেলিয়া। এই মুহূর্তে সিরিজের ফলাফল ১-১। তবে মারাত্মক চাপে পড়লো ভারত। এক থেকে তিন নম্বরে নেমে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে পরের তিন টেস্টের মধ্যে অন্তত দুটো জিততেই হবে। পাশাপাশি, একটিতেও হারলে চলবেনা। যদি একটিতেও হারে, তাহলে রোহিত বাহিনীকে নির্ভর করতে হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজের উপর। অন্তত একটি টেস্ট ড্র করতেই হবে শ্রীলঙ্কাকে। তবে যদি সিরিজ ড্র করে ভারত, তাহলে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়াকে পরাজিত করতে হবে ১-০ ফলাফলে।