বাংলাদেশ এর সর্বপ্রথম নারী যিনি সবচেয়ে লম্বা চুলের অধিকারী
মোঃ নাওয়াজ শরীফ, বঙ্গভারতী নিউজ: আমরা রূপকথার গল্পে র্যাপুনজেলের লম্বা চুলের কথা শুনেছি। কখনো কল্পনাও করতে পারিনি যে বাস্তবেও র্যাপুনজেল রয়েছে। কিন্তু সত্যিই একজন রয়েছে, যাঁর নিজের উচ্চতার চেয়ে চুলের উচ্চতা বেশি। তিনি বাংলাদেশী নারী শামীমা আক্তার আনিকা।
শামীমা উচ্চতায় ৫ ফুট ২ ইঞ্চি, তবে তাঁর চুলের উচ্চতা ৭ ফুট। তাঁর চুলের দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বহু সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এবং এরপরই বয়ে কমেন্টের বন্যা। সকলেই প্রশংসা করেন শামীমার। তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। বর্তমানে তিনি আইটি ইঞ্জিনিয়ারিং পড়ছেন অস্ট্রেলিয়ায়।
নিজের চুল প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শামীমা বলেন, “আমার নানি, মা, বোন ও মাসির হাঁটু পর্যন্ত চুল। আমার চুল দেখলে ওনাদের নিজেদের কথা মনে পড়ে। আমি বাংলাদেশের সর্বপ্রথম নারী যার এতো লম্বা চুল। অনেকবার ভেবেছিলাম যে চুল কেটে ফেলবো কারণ ঘাড়ে খুব ব্যথা হয়। ডাক্তাররাও আমায় বলেছিল চুল কাটার কথা। কিন্তু জানিনা কেন কোন এক অজানা মায়ায় আমি চুল কাটতে পারিনি।”
তিনি আরো বলেন, “একটি স্বপ্ন আছে আমার চুল নিয়ে। এখনো পর্যন্ত আমার জীবনসঙ্গীর সঙ্গে আমার দেখা হয়নি। ভবিষ্যতে পেলে তাকে সারপ্রাইজ দেবো। তারপর হয়তো চুল ছোট করার কথা ভাবতে পারি। এছাড়া আমি সঞ্জয় লীলা বানসালির খুব বড় ভক্ত এবং আমি রোজ স্বপ্ন দেখি ওনার সাথে একবার কাজ করার। আশা করছি কোনভাবে আমার এই কথাটা আপনার কানে পৌঁছক। আমি ভাবি যে যদি আমি বলিউডের একটা অংশ হতাম, তাহলে কত ভালো হতো।”